জলে ঢাকা গর্ত, মুম্বইয়ে মহিলা বাইকআরোহীকে পিষে দিয়ে গেল বাস

Last Updated:

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী ৷ গতকালই মুম্বই সংলগ্ন পলঘর জেলার একটি জলপ্রপাতের ধারে পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যাক্তির ৷ রবিবার খোদ মুম্বইয়ের রাস্তায় মৃত্যু হল এক মহিলা বাইকআরোহীর ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কল্যানের শিবাজী চক এলাকায় ৷

#মুম্বই: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী ৷ গতকালই মুম্বই সংলগ্ন পলঘর জেলার একটি জলপ্রপাতের ধারে পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যাক্তির ৷ রবিবার খোদ মুম্বইয়ের রাস্তায় মৃত্যু হল এক মহিলা বাইকআরোহীর ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কল্যানের শিবাজী চক এলাকায় ৷
মণীষা ভোইর নামে ওই মহিলা থানের কল্যানের একটি স্কুলে শিক্ষকতা করেন ৷ গতকাল বিকেলে অন্য একজন আরোহীকে পিছনে বসিয়ে দরকারি কাজে বেরিয়েছিলেন তিনি ৷ সমস্ত রাস্তাই জলে ভরা ৷ শিবাজী চকের কাছে একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনাটি ৷
ফুটেজে দেখা যাচ্ছে, জলে ভরা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন মণীষা ৷ পিছনে ছাতা মাথায় রয়েছেন আর এক আরোহী ৷ পাশ দিয়ে যাচ্ছিল একটি বাস ৷ হঠাৎই জলের নীচে লুকিয়ে থাকা রাস্তার খন্দের মধ্যে পড়ে যায় মণীষার বাইকটি ৷ ভারসাম্য হারিয়ে মণীষা ছিটকে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁর উপর দিয়ে চলে যায় চলন্ত বাসটির চাকা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷
advertisement
advertisement
গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বেহাল অবস্থা মুম্বইয়ের ৷ একাধিক রাস্তা জলমগ্ন ৷ বিপর্যস্ত লোকাল ট্রেন, বাস পরিষেবাও ৷ শনিবার থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ১০০ মিলি মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জলে ঢাকা গর্ত, মুম্বইয়ে মহিলা বাইকআরোহীকে পিষে দিয়ে গেল বাস
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement