প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ঝর্ণার ধারে পিকনিক করতে গিয়ে মৃত ১
Last Updated:
বর্ষার আমেজে পিকনিক করতে গিয়েছিলেন সদলবলে ৷ কিন্ত জীবিত অবস্থায় ফেরা হল না ৷ প্রবল বৃষ্টিতে ঝর্ণার জলচ্ছ্বাসে মৃত্যু হল এক ব্যাক্তির ৷ শনিবার ঘটনাটি ঘটেছে পলঘর জেলার ভাসাইয়ের চিনচোটি ঝর্ণার কাছে ৷
#মুম্বই: বর্ষার আমেজে পিকনিক করতে গিয়েছিলেন সদলবলে ৷ কিন্ত জীবিত অবস্থায় ফেরা হল না ৷ প্রবল বৃষ্টিতে ঝর্ণার জলচ্ছ্বাসে মৃত্যু হল এক ব্যাক্তির ৷ শনিবার ঘটনাটি ঘটেছে পলঘর জেলার ভাসাইয়ের চিনচোটি ঝর্ণার কাছে ৷ মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে রয়েছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র এই চিনচোটি ৷
গতকাল প্রবল বৃষ্টিতে হঠাৎই জলচ্ছ্বাস বাড়ে ঝর্ণায় ৷ আটকে পড়েন শতাধিক মানুষ ৷ খবর যায় স্থানীয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে ৷ পুলিশের সহায়তায় আন্ধেরি থেকে গ্রিন করিডর দিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছয় ভাসাইয়ে ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷
প্রায় ১০০ জন পর্যটককে উদ্ধার করা হয় ৷ তবে বাঁচানো যায়নি ভবেশ গুপ্তা (৩৫)কে ৷ ভবেশের বিকৃত দেহ উদ্ধার করে পুলিশ ৷
advertisement
advertisement
Location :
First Published :
July 08, 2018 10:08 AM IST