পশ্চিম মেদিনীপুর: আধুনিক বিনোদনের বাজারে বাংলার প্রাচীন লোকসংস্কৃতিগুলো বিলুপ্ত হওয়ার মুখে দাঁড়িয়ে। যে যাত্রা দেখতে একসময় হাজার হাজার মানুষ রাত জাগত, সেই যাত্রাশিল্প আজ ধুঁকছে। সেই সঙ্গে প্রাচীন লোকসংস্কৃতিগুলিও ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে চলেছে। আর তাই প্রাচীন লোকোসংস্কৃতি ও যাত্রাকে বাঁচাতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা ও তথ্য সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হল নারায়ণগড়ে।
শুক্রবার যাত্রা উৎসবের উদ্বোধন করেন পশ্চিম মেদনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) লক্ষণ পেরুমল। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, নারায়ণগড়ের বিডিও কৃষানু রায় সহ অন্যরা। তিন দিন ধরে নারায়ণগড়ের গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতন স্কুলে এই যাত্রা উৎসব চলবে।
আরও পড়ুন: খুদে বৈজ্ঞানিকদের আবিষ্কার দেখতে ভিড় করছে ভীমপুরের মানুষ
কলকাতার চিতপুরের বিখ্যাত যাত্রাদলগুলির পাশাপাশি জেলারও বেশ কিছু যাত্রা দল এখানে নিজেদের পালা সর্বসমক্ষে পরিবেশন করবে। মূলত হারিয়ে যেতে বসা সংস্কৃতির পুনরুদ্ধার এবং বর্তমান প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ প্রয়াস রাজ্য সরকারের। পুরুলিয়ার ছৌ নৃত্য ও আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে যাত্রা উৎসবের উদ্বোধন।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narayangarh, West Medinipur News