West Midnapore News: ৪ মিমি চালের দানায় ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা এঁকে রেকর্ড শালবনীর ঋত্বিকের

Last Updated:

গত জুলাই মাসে ০.৪ সেমি বা ৪ মিমি চালের উপর ভারতের জাতীয় পতাকা আঁকে ঋত্বিক। এজন্য তাঁর সময় লাগে মাত্র ৫ মিঃ ১৭ সেকেন্ড। 

+
ভারতের

ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা এঁকে রেকর্ড

#পশ্চিম মেদিনীপুর: মাত্র ৪ মিমি চালের উপর ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা অঙ্কন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি ছিনিয়ে নিলেন জঙ্গলমহল শালবনীর যুবক ঋত্বিক ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর চকতারিনীর বাসিন্দা ঋত্বিকের বাড়িতে মঙ্গলবারই এসে পৌঁছেছে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস' এর পুরস্কার ও শংসাপত্র। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া তাঁর পরিবার ও এলাকাজুড়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে ০.৪ সেমি বা ৪ মিমি চালের উপর ভারতের জাতীয় পতাকা অঙ্কন করেন ঋত্বিক। এজন্য, তাঁর সময় লাগে মাত্র ৫ মিঃ ১৭ সেকেন্ড। এরপরই ঋত্বিক যোগাযোগ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা অঙ্কন করার জন্য গত আগস্ট মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ঋত্বিকের এই কৃতিত্বকে স্বীকৃতি দেয় এবং আজ, ২৭ সেপ্টেম্বর তাঁর বাড়িতে এসে পৌঁছয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর শংসাপত্র, মেডেল, ব্যাজ, পেন, স্টিকার- প্রভৃতি।
advertisement
আরও পড়ুন: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, এখানে রয়েছে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট!
বছর ২২-এর ঋত্বিক ঘাটাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা নুতন ঘোষ পেশায় ব্যবসায়ী হলেও, এলাকায় একজন সমাজকর্মী হিসেবে জনপ্রিয়। শালবনীর 'ছত্রাছায়া' গ্রুপ ও সংস্থা'র কাণ্ডারী তিনি।
advertisement
আরও পড়ুন: পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
অসহায় মানুষের পাশে থাকাই তাঁর নেশা ও ভালোবাসা। মা মিতা ঘোষ গৃহবধূ। তাঁরা জানিয়েছেন, পড়াশোনার সঙ্গে ছোট থেকেই ঋত্বিক হাতের কাজ নিয়ে মেতে থাকত। এই মুহূর্তে মাইক্রো আর্টিস্ট হিসেবে নিজের শখ ও ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করছে। আর, ঋত্বিক জানিয়েছেন, "বিভিন্নভাবে নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। বাবা-মা সবসময় অনুপ্রাণিত করেন। আমিও প্রতিষ্ঠিত হয়ে তাঁদের পাশে থাকতে চাই। একইসঙ্গে, বাবা যেভাবে সমাজসেবা করে চলেছেন, তাও ধরে রাখতে চাই।"
advertisement
পার্থ মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ৪ মিমি চালের দানায় ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা এঁকে রেকর্ড শালবনীর ঋত্বিকের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement