খড়গপুর: টোটো চালিয়ে অন্যকিছু স্বপ্ন দেখলেও কোটিপতি হওয়ার স্বপ্ন বোধহয় ধর্তব্যের অনেকটা বাইরে। নিরাপত্তার কোনও বালাই ছিল না। তবে সবকিছুই যে অধরা থাকবে জীবনে তা কিন্তু নয়। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের এক টোটো চালক এবার হলেন কোটিপতি।
টোটো চালিয়ে সামান্য কটা পয়সা রোজগার হত। কোনও রকমে টেনেটুনে চলত সংসার। কিন্তু এবার লটারি কেটে কোটিপতি হলেন টোটো চালকের স্ত্রী মায়া কাচারি। আর নিরাপত্তা পেতে সটান টিকিট নিয়ে হাজির হলেন থানায়। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরে।
আরও পড়ুন: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে
টোটো চালক স্বামীর সঙ্গে লটারির টিকিট কাটতেন স্ত্রী মায়া। ভেবেছিলেন যদি ভাগ্য ফেরে। তবে কোটিপতির স্বপ্ন দেখননি স্বপ্নেও। কিন্তু অধরা স্বপ্ন যে এমন করে ধরা দেবে বুঝতে পারেননি। টিকিট মিলিয়ে দেখেন তার এক কোটি টাকা লেগেছে। খড়গপুরের সালুয়ার বাসিন্দা মায়া কাচারি পেয়েছেন এক কোটি টাকা। আর লটারি লাগতেই সোজা পৌঁছালেন খড়গপুর গ্রামীন থানায়। মায়া জানিয়েছেন, তিনি একটি পেনশনও পান এবং স্বামীর সঙ্গে নিয়মিত লটারি কাটতেন। এর আগেও দু লক্ষ টাকা পেয়েছিলেন ডিয়ার লটারিতে। তারপর থেকে ক্রমশ লটারি কাটার ঝোঁক বাড়ে। স্বামীর সঙ্গে তিনিও লটারি কাটতেন। কার ভাগ্য ফেরে তা জানতে।
আরও পড়ুন: কেক তৈরি হচ্ছে রসমালাই-রাবড়ি দিয়ে, নতুন মিষ্টি-প্রেমে মজেছে বাঙালি!
বৃহস্পতিবার সন্ধ্যায় তার কপালের ভাগ্য ফিরেছে। এক কোটি টাকা জিতে যেমন খুশি তেমনি ভয়ও। খড়্গপুরে টোটো চালিয়ে সামান্য রোজগার করে সংসার চলে মায়া কাচারীর। তবে এত টাকা কী করবেন এখনও ভেবে উঠতে পারেননি মায়া। স্বামী সুমন কাচারী জানিয়েছেন, এর আগেও তিনি পেয়েছেন অল্প কিছু টাকা। কিন্তু এবার তার স্ত্রী লটারির জেতার সর্বোচ্চ মূল্য ১ কোটি টাকা পেয়েছেন। শুধু খুশি নয়, ভয়ও করছে। কেউ ছিনতাই করবে নাতো ! তবে ভয় আর নিরাপত্তার অভাবের মাঝেও বেজায় খুশি কাচারী দম্পতি।
রঞ্জন চন্দন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kharagpur, West Midnapur