West Midnapore News: টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা এই পুরসভার কর্মীদের
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
পশ্চিম মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে এই অভিযানের শুভ সূচনা করেছেন।
মেদিনীপুর: বর্ষাকালে বিভিন্ন জায়গায় ডেঙ্গির প্রভাব লক্ষ্য করা যায়। জমা জলে বেড়ে উঠে ডেঙ্গি মশার লার্ভা। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর শহরেও আক্রান্তের সংখ্যা লক্ষ করা গিয়েছে। তবে এবার ডেঙ্গি দমনে উদ্যোগী মেদিনীপুর পৌরসভা। বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির সদস্যদের ডেঙ্গি সম্পর্কে সচেতন করবে পুরসভার কর্মীরা। ডেঙ্গি সচেতনতায় এবার ১৭০টি টিম গঠন করল মেদিনীপুর পৌরসভা। প্রতি টিমে থাকবে দুজন করে সদস্য। বাড়িতে বাড়িতে গিয়ে শুধু বোঝানো নয়, ডেঙ্গি রোগের প্রতিকারেও সহায়তা করবে এই টিম।
প্রসঙ্গত দুই সদস্যের এই ১৭০টি টিম বিভিন্ন এলাকায় ঘুরে ওয়ার্ড এর মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের ডেঙ্গি সম্পর্কে সচেতন করবেন। ডেঙ্গিতে আক্রান্ত কেউ হয়েছে কিনা তারও খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন তারা। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে এই অভিযানের শুভ সূচনা করেছেন।
advertisement
আরও পড়ুনঃ বর্ষাকালে শিশুদের রোগের শেষ নেই, কীভাবে রক্ষা করবেন? জানালেন চিকিৎসক
এই টিম বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সম্পর্কে সচেতনতার কথা জানাবেন বাড়ির সদস্যদের। একই সাথে খবর নিবেন কারো জ্বর বা ডেঙ্গির উপসর্গ রয়েছে কিনা, এমনকি বাড়িতে কোথাও জমা জল রয়েছে কিনা তাও দেখবে তারা। এছাড়াও কারো জ্বর হয়ে থাকলে দ্রুত তার চিকিৎসার জন্য পশ্চিম মেদিনীপুর পৌরসভার তরফ থেকে তৈরি করা হয়েছে মেডিকেল টিম ।
advertisement
advertisement
বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় এই বিশেষ টিম অনেকটাই উপকারে আসবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। পশ্চিম মেদিনীপুর পুরসভার এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 7:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা এই পুরসভার কর্মীদের