West Medinipur News: গরমেও বইমেলা! বেলদায় অন্য ছবি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
সাধারণত শীতকালে আমরা বইমেলা হতে দেখে থাকি। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বেলদার এই বইমেলা ১৪ তম বর্ষে পা রাখল। কবি শুভ দাশগুপ্ত এই বইমেলার উদ্বোধন করেন।
পশ্চিম মেদিনীপুর: বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে বই থেকে। অনলাইন নির্ভর সমাজে বইয়ের বদলে স্মার্টফোন অনেক বেশি কাছে ছাত্র-ছাত্রীদের। করোনা পরিস্থিতি এই প্রবণতা আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু বই জাতিকে গঠন করে। তাই হাল ছাড়লে চলবে না। এই কারণে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের সংস্কৃতিমনস্ক করে তুলতে এবং যুব প্রজন্মের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরতে এই ঘরমের মধ্যেই বেলদায় আয়োজিত হল বইমেলা।
আরও পড়ুন: হাতির আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছে সবাই
সাধারণত শীতকালে আমরা বইমেলা হতে দেখে থাকি। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বেলদার এই বইমেলা ১৪ তম বর্ষে পা রাখল। কবি শুভ দাশগুপ্ত এই বইমেলার উদ্বোধন করেন। আগামী এক সপ্তাহ ধরে চলবে বেলদা বইমেলা।
advertisement
অনলাইন পড়াশোনা, স্মার্টফোনের দাপাদাপিতে বাইরে গিয়ে খেলার বদলে ছেলেমেয়েরা ঘরের মধ্যেই নিজেদের বন্দি করে রাখছে। ফলে সকলের সঙ্গে মিলে মিশে বড় হওয়ার বিষয়টাই চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বারবার বলছেন, একমাত্র বই পারে ছেলেমেয়েদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। তাদের মানসিক গঠনের জন্য বইয়ের অবদান অনস্বীকার্য। আর তাই বিশেষ উদ্যোগ নিয়ে স্কুল-কলেজের এই গরমের ছুটির মধ্যেই আয়োজিত হল বইমেলা।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 6:20 PM IST