Jhargram News: আদিবাসী, শবরদের জমির দলিল জাল করে বিক্রি করার অভিযোগে সিট গঠন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আদিবাসী এবং শবরদের জমি জাল দলিল করে তা বিক্রি করার অভিযোগে সিট গঠন করে তদন্ত শুরু করলো পুলিশ। জাল নথি বানিয়ে আদিবাসী শবরদের জমি দখল করার অভিযোগে রাধানগরের বাসিন্দা ধনপতি পাল নামে এক সিভিক পুলিশকে গ্রেফতার করেছিল পুলিশ।
#ঝাড়গ্রাম : আদিবাসী এবং শবরদের জমি জাল দলিল করে তা বিক্রি করার অভিযোগে সিট গঠন করে তদন্ত শুরু করলো পুলিশ। জাল নথি বানিয়ে আদিবাসী শবরদের জমি দখল করার অভিযোগে রাধানগরের বাসিন্দা ধনপতি পাল নামে এক সিভিক পুলিশকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে পুলিশ প্রথমে চার দিন পরে ফের ৩ দিন নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আসল পান্ডা তার ভাই ধনঞ্জয় পালের হদিশ পায়। শুক্রবার তিন দিনের পুলিশী হেপাজতের পর পুলিশ ধনপতি পাল ও তার ভাই ধনঞ্জয় পালকে শুক্রবার আদালতে পেশ করে। ধনঞ্জয়কে পাঁচ দিন পুলিশী হেপাজতের নির্দেশ দেয় আদালত।
ঝাড়গ্রাম জুড়ে রমরমা কারবার জমি মাফিয়াদের। প্রশাসনের একটা অংশ ভূয়ো দলিল বানিয়ে জমি হস্তান্তরে ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ। ঝাড়গ্রামের এক বেআইনি স্পঞ্জ আয়রন কারখানার মালিক এই কাজের মাষ্টার মাইন্ড বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় একাধিক আদিবাসীদের জমি, ফরেষ্টের জমি, জোর করে দখল করে ভুয়ো দলিল বানিয়ে সে জমি দেশের একাধিক ব্যাঙ্ক এ মরগেজ দিয়ে টাকা নিয়েছে। অথচ এক্ষেত্রে একাধিকবার জেলাশাসক, পুলিশ প্রশাসন, বনদফতরকে অভিয়োগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।
advertisement
advertisement
তবে এবার সিট গঠন করে তদন্ত শুরু করায় জমি কেলেঙ্কারির সমস্ত মাথাই সামনে আসবে বলে মনে করছেন ঝাড়গ্রামবাসী। কি করে ভুয়ো দলিল বের হচ্ছে আর কারা কারা এসব বেআইনি জমি কারবারের কাজে যুক্ত, সেটাই তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চালাচ্ছে ঝাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
October 21, 2022 10:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: আদিবাসী, শবরদের জমির দলিল জাল করে বিক্রি করার অভিযোগে সিট গঠন