Toll Tax: রেট বাড়ছে টোল প্লাজায়! তবে কী ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা?

Last Updated:

এর ফলে যেমন জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি যাত্রীবাহী বাসগুলিতেও ভাড়া বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

+
ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম রোডের টোল প্লাজা

#পশ্চিম মেদিনীপুর: টোল প্লাজায় রেট বাড়ানোর ফলে সমস্যায় মানুষ।জিনিসপত্রের দাম আরো বাড়ার আশঙ্কা। বর্তমানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ঠিক সেই সময় ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার-র পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে টোল প্লাজায় প্রতিটি যানবাহনের ওপর শুল্ক বাড়ানো হয়েছে। যার ফলে আরও জিনিসপত্রের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দারা।
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বালিভাসা এলাকায়, ছয় নম্বর জাতীয় সড়কের উপর ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বালিভাসা টোলপ্লাজার উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ির উপর শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ১২ ই মে বৃহস্পতিবার ২০২২ থেকে ২০২৩ সালের ৩১ শে মার্চ পর্যন্ত ওই নতুন শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে।
advertisement
advertisement
ছোট-বড় বিভিন্ন গাড়ি ওই টোল প্লাজার উপর দিয়ে যাতায়াত করে। যার ফলে যেভাবে শুল্ক বাড়ানো হয়েছে, তাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। কেন্দ্র সরকার নিয়ন্ত্রণাধীন ওই সংস্থা টোল প্লাজাগুলিতে শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করায় সমস্যায় পড়েছেন পণ্যবাহী গাড়ির ব্যবসায়ীরা।
advertisement
এর ফলে যেমন জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি যাত্রীবাহী বাসগুলিতেও ভাড়া বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে, সাধারণ মানুষ টোলপ্লাজা কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তে খুশি নয়। অন্যদিকে, টোল প্লাজার এক কর্মকর্তা জানান, শুল্ক বাড়ানোর ফলে পণ্যবাহী বড় গাড়ি যাতায়াত অনেকটাই কমেছে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Toll Tax: রেট বাড়ছে টোল প্লাজায়! তবে কী ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement