Paschim Medinipur: পয়েন্টসম্যানের দক্ষতায় বাঁচলেন বৃদ্ধ! পুরস্কৃত করার ভাবনা চিন্তা রেলের

Last Updated:

খড়গপুর ডিভিশনে এদিন সকাল থেকেই সতীশ সামন্ত রিতীমত আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন রেলকর্মীদের কাছে।তা কেনই বা হবেনা।

+
title=

পশ্চিম মেদিনীপুর: খড়গপুর ডিভিশনে এদিন সকাল থেকেই সতীশ সামন্ত রিতীমত আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন রেলকর্মীদের কাছে।তা কেনই বা হবেনা। আসলে এদিন কাকভোরে কর্তব্যরত অবস্থায় যেভাবে সতীশবাবু এক বয়স্ক যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন তা একেবারেই রূপোলী পর্দার হিরোর তুলনায় কোনও অংশে কম না। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পয়েন্টসম্যান সতীশ সামন্ত বালিচক স্টেশনে কর্তব্যরত ছিলেন।ফ্ল্যা গ হাতে দাঁড়িয়ে ছিলেন দু নম্বর প্লাটফর্মে লাইন ক্লিয়ারেন্স সিগন্যাল দেবার জন্য কেননা তখন প্লাটফর্মে ঢুকছিল একটি পণ্যবাহী ট্রেন (BCN-VZM)। বালিচক এর ২ নম্বর প্ল্যাটফর্মের দ্বিতীয় নম্বর ট্র্যাকে খড়গপুরের দিকে এগিয়ে চলেছিল ট্রেনটি।
সেই সময় হঠাৎ তিনি দেখতে পান এক বয়স্ক যাত্রী কোনওভাবে পা পিছলে রেল লাইনে পড়ে গেছেন। অপরদিকে এই পণ্যবাহী ট্রেনটি অতি দ্রুত গতিতে স্টেশনে ঢুকছে। এরপর তিনি মুহুর্তের মধ্যে নিজের হাতে থাকা ফ্ল্যাগ ফেলে দিয়ে ছুটতে থাকেন। প্রায় ৫০ মিটার প্রাণপন ছুটে গিয়ে লাফিয়ে রেল লাইনে নেমে পড়েন।
আরও পড়ুনঃ এবার মাও অধ্যুষিত বেলপাহাড়ি থানায় চালু হল মহিলা পুলিশের টিম "উইনার্স"
তড়িঘড়ি অসহায় বৃদ্ধকে তুলে তিনি অন্যত্র সরিয়ে নেন এবং প্রাণ বাঁচিয়ে দেন বৃদ্ধের। এভাবেই পয়েন্টসম্যানের দক্ষতার জন্য প্রাণ বাঁচলো এক বৃদ্ধের। একজন রেলকর্মীর এই কাজে প্রশংসায় পঞ্চমুখ রেলকর্মী সহ গোটা খড়্গপুর রেল বিভাগ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অন্দোলনের প্রভাব ঠেকাতে বাড়তি নিরাপত্তা মেদিনীপুর ষ্টেশনে
এই হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ রেলের খড়্গপুর বিভাগের তরফে প্রকাশ করা হয়েছে সংবাদমাধ্যমে। এই ঘটনার ভূয়শী প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ । এছাড়াও ওই পয়েন্টসম্যান সতীশ সামন্তকে যাতে পুরস্কৃত করা যায় তারও ভাবনা চিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: পয়েন্টসম্যানের দক্ষতায় বাঁচলেন বৃদ্ধ! পুরস্কৃত করার ভাবনা চিন্তা রেলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement