Paschim Midnapore News: তৃণমূল পরিচালিত পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদেরই

Last Updated:

Paschim Midnapore News: তিনি আন্দোলনকারী তৃণমূল কাউন্সিলরদের কথা দেন বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করবেন এবং ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে সমস্ত পোস্টার মেদিনীপুর শহরে পড়েছে তা অবিলম্বে খুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

+
মেদিনীপুর

মেদিনীপুর পুরসভায় কাউন্সিলারদের বিক্ষোভ 

#পশ্চিম মেদিনীপুর: তৃণমূল পরিচালিত পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদেরই। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভায়। অবস্থান বিক্ষোভকারী তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, গত ৫ ডিসেম্বর মেদিনীপুর পুরসভার সাফাই কর্মীদের ধর্মঘট চলাকালীন মিথ্যে অভিযোগে মহিলা তৃণমূল কাউন্সিলর লিপি বিষয়ি এবং সংখ্যালঘু কাউন্সিলার মোজাম্মেল হোসেনকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার পরেই মেদিনীপুর পৌরসভায় পৌর প্রধান সৌমেন খান সহ সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত হয় সাফাই কর্মী সংগঠনের দ্বারা কাউন্সিলরদের হেনস্থার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার। তৃণমূল কাউন্সিলর তথা মেদিনীপুর শহর তৃণমুল সভাপতি বিশ্বনাথ পান্ডব বৃহস্পতিবার জানান প্রায় ২৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও বোর্ড মিটিং -এর সিদ্ধান্ত অনুযায়ী সাফাই কর্মীদের সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। পাশাপাশি গত পরশুদিন মঙ্গলবার আবার নতুন করে ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার লিপি বিষই এর বিরুদ্ধে শহর জুড়ে পোষ্টার পড়ায় ক্ষোভে ফেটে পড়েন মেদিনীপুর পুরসভার অন্যান্য তৃণমূল কাউন্সিলাররা। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে তারই প্রতিবাদে মেদিনীপুর পুরসভা প্রধান গেট ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় কাউন্সিলাররা।
advertisement
advertisement
যদিও অবস্থান বিক্ষোভ চলাকালীন সকলের মাঝে দাঁড়িয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান, পৌরসভার জঞ্জাল পরিষ্কারের পরিষেবা ব্যাঘাতের কথা ভেবে তিনি সাফাই কর্মী সংগঠনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেননি। তিনি আন্দোলনকারী তৃণমূল কাউন্সিলরদের কথা দেন বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করবেন এবং ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে সমস্ত পোস্টার মেদিনীপুর শহরে পড়েছে তা অবিলম্বে খুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Midnapore News: তৃণমূল পরিচালিত পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদেরই
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement