Rishabh Pant Accident: বাড়িতে সারপ্রাইজ দিতে যাওয়ার পথেই দুর্ঘটনা! কোন নতুন গাড়িতে যাচ্ছিলেন পন্থ

Last Updated:
Rishabh Pant Accident: ঋষভ পন্থ অ্যাক্সিডেন্ট স্পট থেকে উদ্ধার করে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর প্লাস্টিক সার্জারি করা হবে। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন খানপুরের বিধায়ক উমেশ কুমার।
1/4
#কলকাতা:  নিজেই গাড়ি চালিয়ে নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। Photo Courtesy- Twitter 
#কলকাতা:  নিজেই গাড়ি চালিয়ে নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। Photo Courtesy- Twitter 
advertisement
2/4
ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থের নতুন কেনা গাড়িটি ছিল বিএমডাব্লু৷ সেই গাড়ি চালিয়েই শুক্রবার সকাল সকাল বাড়ি যাচ্ছিলেন পন্থ৷ ডিভাইডারে মারাত্মক ধাক্কা লেগে যায়৷ গাড়িতে আগুনও লেগে যায় , গাড়ির কাঁচ ভেঙে বাইরে বেরোতে হয় তাঁকে৷ Photo Courtesy- Twitter 
ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থের নতুন কেনা গাড়িটি ছিল বিএমডাব্লু৷ সেই গাড়ি চালিয়েই শুক্রবার সকাল সকাল বাড়ি যাচ্ছিলেন পন্থ৷ ডিভাইডারে মারাত্মক ধাক্কা লেগে যায়৷ গাড়িতে আগুনও লেগে যায় , গাড়ির কাঁচ ভেঙে বাইরে বেরোতে হয় তাঁকে৷ Photo Courtesy- Twitter 
advertisement
3/4
প্রাথমিক ভাবে ঋষভ পন্থের যে সব ছবি সামনে এসেছে তা অত্যন্ত পীড়াদায়ক৷ তাতে তাঁর মাথায়, পায়ে চোট টের পাওয়া গেথে৷ পিঠের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে৷ Photo Courtesy- Twitter 
প্রাথমিক ভাবে ঋষভ পন্থের যে সব ছবি সামনে এসেছে তা অত্যন্ত পীড়াদায়ক৷ তাতে তাঁর মাথায়, পায়ে চোট টের পাওয়া গেথে৷ পিঠের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে৷ Photo Courtesy- Twitter 
advertisement
4/4
দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারে পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বেশ জখম হয়েছেন পন্থ। তাঁর কপাল এবং পায়ে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে তাঁকে রুরকি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে দ্রুত দিল্লি AIIMS নিয়ে যাওয়া হচ্ছে। Photo Courtesy- Twitter 
দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারে পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বেশ জখম হয়েছেন পন্থ। তাঁর কপাল এবং পায়ে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে তাঁকে রুরকি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে দ্রুত দিল্লি AIIMS নিয়ে যাওয়া হচ্ছে। Photo Courtesy- Twitter 
advertisement
advertisement
advertisement