West Midnapore News: এসি-ফ্যানের দাপটে হারিয়েছে তালপাতার পাখা, এক ফেরিওয়ালা সেই পাখা নিয়ে ঘুরছেন শহরে

Last Updated:

West Midnapore News: গরম পড়তেই শহরজুড়ে সাইকেলে ফেরি করে তাল পাতার পাখা বিক্রি করছেন এক ব্যক্তি। আর সেই ব্যক্তির কাছ থেকে পাখা কিনতে দেখা গেল বেশ কয়েকজনকে।

+
বিক্রি

বিক্রি হচ্ছে তালপাতার পাখা

পশ্চিম মেদিনীপুর: সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে হারিয়েছে জঙ্গলমহলের সেই তালপাতার পাখা। বর্তমানে ফ্যান ও এসির দাপটে হারিয়ে যাচ্ছে হাতে তৈরি এই পাখা। ৯০ দশকে ফিরে গেলে মনে পড়বে, গরমের দিনে সাধারণ মানুষের একমাত্র ভরসা ছিল তালপাতার পাখা। তখন এসি, ফ্রিজ, এয়ার কুলারের সেভাবে প্রচলন ঘটেনি গ্রাম বাংলা বা শহরেও। গরমের দিন কিংবা ইলেকট্রিসিটি থাকলেও লোডশেডিং-এর সময়ে একমাত্র ভরসা ছিল কম পয়সার হাতে তৈরি তালপাতার পাখা। কিন্তু সময় সঙ্গে হারিয়েছে তাল পাতার পাখার কদর।
তবে এখনও হাতেগোনা কয়েকজন তাল পাতার পাখা বিক্রি করেন। গরম পড়তেই শহরজুড়ে সাইকেলে ফেরি করে তাল পাতার পাখা বিক্রি করছেন এক ব্যক্তি। আর সেই ব্যক্তির কাছ থেকে পাখা কিনতে দেখা গেল বেশ কয়েকজনকে। তবে যুগের উন্নতির সঙ্গে সঙ্গে ১/২ টাকার সেই তালপাতার পাখা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে। জেলার প্রাণকেন্দ্র মেদিনীপুর শহরে পাখা বিক্রি করতে দেখা গেল এক ব্যক্তিকে।
advertisement
advertisement
হাতের কাছে পেয়ে নস্টালজিয়ায় ভেসে সেই তালপাতার পাখা কিনলেন বহু মানুষ। তবে বিক্রেতার আক্ষেপ এখন আর আগের মতো চাহিদা নেই। হাতেগোনা কয়েকজন কেনে। আবার কেউ হারিয়ে যেতে বসা এই তালপাতার পাখা শখেও কিনছেন।
advertisement
তবে জঙ্গলমহলের তালপাতার পাখার কদর আর নেই বললেই চলে। গরমের দিনে যদি দু-এক টাকা রোজগার হয়, তার জন্যই পাখা নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন এই ফেরিওয়ালা।
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: এসি-ফ্যানের দাপটে হারিয়েছে তালপাতার পাখা, এক ফেরিওয়ালা সেই পাখা নিয়ে ঘুরছেন শহরে
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement