West Midnapore News: মুন্সেফ কোর্ট আজ ধ্বংসের মুখে! ইতিহাস বাঁচানোর আবেদন গবেষকদের

Last Updated:

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা হওয়া পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মুন্সেফ কোর্ট আজ ধ্বংসের মুখে। ইতিহাস বাঁচানোর আবেদন গবেষকদের

+
title=

দাঁতন: ব্রিটিশ আমলে একসময় এখানে মামলা মোকদ্দমার জন্য আসতেন এলাকার মানুষ। গমগম করত। এখন যদিও তা খন্ডহর। পরিত্যক্ত ব্রিটিশ আমলে গড়ে তোলা মুন্সেফ কোর্ট। যা কালের নিয়মে মাটির সঙ্গে মিশে যাবে কিছুদিনের মধ্যে। যার সংরক্ষণের দাবি তুলেছেন দাঁতনবাসী।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ওড়িশা সীমান্তবর্তী সুবর্ণরেখা নদী তীরবর্তী দাঁতনে ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল মুন্সেফ কোর্ট। এলাকার দেওয়ানি মামলা মোকদ্দমা নিষ্পত্তির জন্যেই গড়ে তোলা হয়েছিল এই আদালত। তবে দাঁতন মুন্সেফ কোর্টের প্রকৃত প্রতিষ্ঠাকাল এখনও পর্যন্ত অধরা দাঁতনবাসীর কাছে। সব ইতিহাস কালের আচ্ছাদনে তমসাবৃত।
advertisement
advertisement
দাঁতন থেকে এযাবৎ কাল অবধি লিখিত ও প্রকাশিত তথ্যের ভিত্তিতে গবেষকেরা মনে করেন বিংশ শতাব্দীর প্রথম দশকে দাঁতনে কোর্ট স্থাপিত হয়েছিল। যা সিপাহী বিদ্রোহ ১৮৫৭ সালের পরবর্তী কোনও সময়ে। ১৮০৩ সালে দেবগ্রামে মারাঠা-বর্গী ও ইংরেজদের মধ্যে বহু আকাঙ্ক্ষিত সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে এবং সুবর্ণরেখা নদী ওড়িশা ও বাংলার মধ্যে সীমানা নির্ধারিত হওয়ার ফলে সীমান্তবর্তী দাঁতনের গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল।
advertisement
১৮২৫ সালে ওড়িশা-ট্রাঙ্ক রোড তথা ওটি রোড চালু হলে যাতায়াতও সহজলভ্য হয়ে ওঠে। অনেক পরে দেওয়ানি বিচারকার্যের সুবিধার জন্য ইংরেজ মেদিনীপুর সদর আদালতের সাব-অর্ডিনেট হিসেবে দক্ষিণ সীমান্তে দাঁতনে মুন্সেফ কোর্ট স্থাপন করেছিল। সেই কোর্টেই চলত কাজ। দাঁতনের কৃষ্ণপুর মৌজায়।গড়ে উঠেছিল কোর্ট। বিংশ শতাব্দীর সত্তরের দশক পর্যন্ত এখানেই কাজ চলত। পরে কারকপুরে বর্তমান জায়গায় উঠে আসে আদালত।
advertisement
নব্বই-এর দেওয়ানির সঙ্গে যুক্ত হয় ফৌজদারি মামলা। তখন থেকেই কৃষ্ণপুরের আদালত ভবন পরিত্যক্ত। তবে প্রথম আদালত হিসেবে সাক্ষ্য বহন করছে ভাঙাচোরা ইমারত। ভেতরে বসছে আসামাজিক আড্ডা। যেখানে কয়েক দশক আগে চলত আইনের কথাবার্তা ও নির্দেশ প্রদান। সেই ভবনটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দাঁতনের গবেষক ও দাঁতনবাসীর।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: মুন্সেফ কোর্ট আজ ধ্বংসের মুখে! ইতিহাস বাঁচানোর আবেদন গবেষকদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement