Success Story: সংসার চালাতে হিমশিম দিনমজুর বাবা! শ্বাসকষ্ট নিয়ে কাজ করেও উচ্চ মাধ্যমিকে ৯০% পেয়ে নজির প্রীতির
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Success Story: বাবা ভাল কাজ করতে পারেন না সেজন্য দিনে পোস্ট অফিসে কাজ সেরে সংসারের হাল ধরার পাশাপাশি রাত জেগে পড়াশোনা চালিয়ে উচ্চ মাধ্যমিকে ৯০% নাম্বার পেয়ে চমকে দিল সুন্দরবনের হিঙ্গলগঞ্জের প্রীতি মন্ডল।
বসিরহাট: পোস্ট অফিসে কাজ করে সংসারের হাল ধরে উচ্চমাধ্যমিকে ৯০% নাম্বার সুন্দরবনের প্রীতির।জরাজীর্ণ মাটির ঘরে বসবাস, বাবা ভাল কাজ করতে পারেন না সেজন্য দিনে পোস্ট অফিসে কাজ সেরে সংসারের হাল ধরার পাশাপাশি রাত জেগে পড়াশোনা চালিয়ে উচ্চ মাধ্যমিকে ৯০% নাম্বার পেয়ে চমকে দিল সুন্দরবনের হিঙ্গলগঞ্জের প্রীতি মন্ডল।
বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকা আমবেড়িয়া গ্রামের বাসিন্দা প্রীতির বাবা দিনমজুর সত্যজিৎ মণ্ডলের পক্ষে সংসার চালাতেই হিমশিম অবস্থা। মেয়ে প্রীতির পড়াশোনার খরচ সামলানো তাঁর পক্ষে সম্ভব ছিল না। এদিকে, মেধাবী প্রীতি হাল ছাড়তে নারাজ। উচ্চ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৫৩। প্রীতি হিঙ্গলগঞ্জের কনকনগর এসডি ইনস্টিটিউশনের ছাত্রী৷ প্রীতির এই সাফল্যে খুশি পরিবার, শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসী।
advertisement
advertisement
দিন আনা দিন খাওয়া টানাপোড়েনের সংসারে বছরখানেক আগে জানতে পারে, পোস্ট অফিসে আবেদন করে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পোস্ট অফিসের অস্থায়ী কাজ পায় সে। প্রীতি জানায়, চার-পাঁচ মাস ধরে কাজ করছে সে। মাসে ১০ হাজার টাকা উপার্জন করে। তা দিয়ে কোনওরকমে সংসার চলছে। প্রীতি নিজেও শ্বাসকষ্টে ভোগে।
advertisement
প্রতি মাসে নিতে হয় ইনহেলার। সেই খরচ এবং নিজের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছে সে। হিঙ্গলগঞ্জ ডাকঘর থেকে চিঠিপত্র নিয়ে সান্ডেলেরবিল শাখা ডাকঘরে নিয়ে যেতে হয় দিনে দু’বার। সংসারের হাল ধরতে পরিশ্রমের পাশাপাশি রাত জেগে পড়াশোনা চালিয়ে যায় প্রীতি। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এক চিলতে জায়গায় ছোট্ট জরাজীর্ণ মাটির ঘরে বাবা ও মাকে নিয়ে প্রীতির গোটা পৃথিবী। ভবিষ্যতে ইংরেজির শিক্ষিকা হতে চায় প্রীতি। প্রীতির এই ফলাফলে খুশি এলাকার মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 6:59 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Success Story: সংসার চালাতে হিমশিম দিনমজুর বাবা! শ্বাসকষ্ট নিয়ে কাজ করেও উচ্চ মাধ্যমিকে ৯০% পেয়ে নজির প্রীতির









