North 24 Parganas News: অটিস্টিক আক্রান্ত শিশুদের পাশে অভিনেতা নাইজেল, 'চুপচাপ চার্লি'-তে দিলেন বিশেষ বার্তা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: অশোকনগরে অটিস্টিক আক্রান্ত শিল্পীদের নিয়ে অভিনেতা নাইজেল দেখলেন চুপচাপ চার্লি।
উত্তর ২৪ পরগনা: নাটকের হাত ধরেই সমাজের অটিস্টিক আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে সামাজিক উদ্যোগ এবং শিল্প ভাবনার যুগলবন্দী ঘটিয়ে দিলেন জনপ্রিয় অভিনেতা নাইজেল আকারা৷ বাংলায় সাড়া জাগানো বেশ কয়েকটি সিনেমায় নিজের জাত চিনিয়েছেন অভিনেতা নাইজেল। তবে এবার এই জনপ্রিয় অভিনেতা যে পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছেন, তাকে কুর্নিশ জানাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না সমাজের সকল স্তরের মানুষ৷ এর আগেও নানা ভাবে সমাজে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে। তবে এবার যেন কোথাও একটু আলাদা। নাটকের হাত ধরে সমাজের অটিস্টিক আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে দেখা গেল টলি পাড়ার পরিচিত বেশ কিছু মানুষকে।
এদিন অশোকনগর শহীদ সদন মঞ্চে বহু দর্শক টিকিক কেটে দেখলেন এই চুপচাপ চার্লি তে কিভাবে আর দশজন স্বাভাবিক ছেলে-মেয়েদের মতো অটিস্টিক আক্রান্ত ছেলেমেয়েরা মিলেমিশে তৈরি করল এক অনবদ্য সৃষ্টি। কোন নির্দিষ্ট লক্ষ্য বা বার্তা তুলে না ধরলেও, চুপচাপ চার্লি অনেক কিছু যেন শিখিয়ে দিয়ে গেল সমাজকে। নাটকের মূল চরিত্র চার্লি থেকে শুরু প্রতিটি চরিত্রেই অসামান্য অভিনয় দক্ষতা দেখিয়েছে অটিস্টিক আক্রান্ত ছেলেমেয়েরা। যা রীতিমতো বড় বড় অভিনেতাদেরও চ্যালেঞ্জ জানাবে। অটিস্টিক আক্রান্ত শিশুদের এতটা সাবলীল অভিনয় হয়তো আগে কখনও দেখেননি দর্শকরা।
advertisement
advertisement
শুধু তাই নয়, এই নাটকটি পরিচালনার ক্ষেত্রেও ব্যাকস্টেজে অনেকটাই খাটতে হয়েছে নাইজেল সহ গোটা দলকেই। গানের সুরে সুর মেলাতে শোনা গিয়েছে ইমন, শোভনের মত প্রথম সারির গায়ক গায়িকাদেরও। চুপচাপ চার্লি তে দেখা মিলেছে বাংলার ঐতিহ্যের ছৌ নাচ। অভিনয়ে টলি পাড়ার পরিচিত মুখ ওম সাহানি, অভিনেত্রী দেবলীনা দত্ত সহ মুক্তধারা, গোত্র ছবির মুখ্য অভিনেতা নাইজেল আকারা স্বয়ং। আর তাদের সঙ্গেই মিলেমিশে অভিনয় করলেন অটিস্টিক আক্রান্ত কলাকুশলীরা। খালি চোখে ধরা পরলো না বিশেষ ক্ষমতা সম্পন্ন এই ছেলেমেয়েদের কোন খামতি। মিউজিক, সাউন্ড, লাইট সব মিলিয়ে এক অন্য ধরনের সংস্কৃতিক চেতনার সাক্ষী থাকলো অশোকনগর। আর এর মধ্যে দিয়েই অটিস্টিক আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এক বিশেষ বার্তা ফুটে উঠল বলেই মনে করছেন শিল্প সচেতন মানুষজন।
advertisement
রুদ্র নারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 4:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অটিস্টিক আক্রান্ত শিশুদের পাশে অভিনেতা নাইজেল, 'চুপচাপ চার্লি'-তে দিলেন বিশেষ বার্তা