Monkey Attack: বাঁদরের আক্রমণে আহত একাধিক, ভয়ে কাঁপছে বেলদার এই এলাকার বাসিন্দারা

Last Updated:

Monkey Attack: পশ্চিম মেদিনীপুরের বেলদার নবোদয়পল্লী এলাকায় উন্মত্ত বানরের তাণ্ডবে আহত একাধিক

+
হনুমানের

হনুমানের আক্রমণে আহত একাধিক

রঞ্জন চন্দ, বেলদা, পশ্চিম মেদিনীপুর: পর পর একাধিক জায়গায় বাঁদরের তাণ্ডব। বানরের তাণ্ডবে আহত একাধিক। বুধবার পশ্চিম মেদিনীপুরের বেলদার নবোদয়পল্লী এলাকায় বাঁদরের আক্রমণে আহত হন প্রায় ৬ জন। বনদফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। জানা গিয়েছে এদিন সকাল থেকেই বেশ কয়েকজনের উপরে আক্রমণ চালায় হিংস্র বাঁদরটি। আহতদের মধ্যে চারজনকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের অবস্থা গুরুতর।
প্রসঙ্গত দিন কয়েক আগেই বেলদার রবীন্দ্রনগর, শুসিন্দা-সহ একাধিক এলাকায় বাঁদরের আক্রমণে আহত হয়েছিলেন একাধিক। আহত হয়েছিলেন বেলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান যূথিকা পাল প্রধানের বাবাও। বার বার পঞ্চায়েত প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছিল। জানানো হয়েছিল বনদফতরকে। এলাকাবাসীর অভিযোগ বনদফতর একটি বাঁদরকে ধরলেও সেটি ছিল অন্য বাঁদর।
advertisement
আরও পড়ুন :   বন্ধুত্বে বিস্ময়! খুদে পড়ুয়ার সঙ্গে ক্লাসঘরে বসে সারা ক্ষণ স্কুলে 'পড়াশোনা করে' বন্ধু শালিকপাখিও
এদিকে বুধবার সকাল থেকে নবোদয় পল্লী এলাকায় তাণ্ডব চালায় হিংস্র বানরটি। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলা, রাস্তার পাশে কাজে ব্যস্ত বেশ কয়েকজন মহিলার উপর আক্রমণ চালায় প্রাণীটি। আহত এক মহিলা বলেন, বাজার থেকে বেরবার সময় তাঁর উপর বাঁদর  আক্রমণ চালায়। গালে এবং গলায় আঘাত লাগে। একইভাবে এলাকার প্রায় পাঁচ ছ’ জনের উপর আক্রমণ চালিয়েছে বাঁদরটি।
advertisement
advertisement
আরও পড়ুন :  ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী
স্বাভাবিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বেলদাবাসী। তাঁদের আশঙ্কা বন দফতর সক্রিয় ভূমিকা না নিলে যে কোনও সময় আক্রমণ আসতে পারে যে কারওর উপর। বন দফতরের সজাগ দৃষ্টির দাবি তুলেছেন সকলে। আহত পরিবারের সদস্য অখিলবন্ধু মহাপাত্র বলেন, বনদফতরে বার বার জানানো হলেও তাঁরা কোনও কর্ণপাত করেনি। পরে ডিএফও-র কাছে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করুক। আর্জি তাঁদের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Monkey Attack: বাঁদরের আক্রমণে আহত একাধিক, ভয়ে কাঁপছে বেলদার এই এলাকার বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement