Paschim Medinipur: কিশোর কুমারের গান বাজিয়ে আভাস কুমারের জন্মদিবস পালন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মাত্র ৫৮ বছর বয়সেই মৃত্যু হয়েছিল ৮ বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত সঙ্গীত শিল্পী, বিখ্যাত গায়ক (Play back singer) অভিনেতা (Actor) চলচিত্র পরিচালক (Film Director) কিশোর কুমারের।
#পশ্চিম মেদিনীপুর : মাত্র ৫৮ বছর বয়সেই মৃত্যু হয়েছিল ৮ বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত সঙ্গীত শিল্পী, বিখ্যাত গায়ক (Play back singer) অভিনেতা (Actor) চলচিত্র পরিচালক (Film Director) কিশোর কুমারের।কিন্তু এই কয়েকটি বছরেই কিশোর কুমার উপহার দিয়েছেন বাংলা, হিন্দি, ফিল্মি, ডিস্কো, রক অ্যান্ড রোল সহ রবীন্দ্র সংগীতের মত মন ভরানো গান। প্রকৃত নাম ছিল আভাস কুমার গাঙ্গুলী তবে তিনি নিজের নামে যতটা না পরিচিত হয়েছেন, বরং জনমানসে পরিচিত হয়েছেন কিশোর কুমার নামেই। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ১৯২৮ সালের ৪ আগস্ট জন্ম এই কিংবদন্তির।এরপরই শুরু পথ চলা। জীবনের চাপানোতরে তার কর্মকাণ্ড জড়িত। একদিকে তিনি যেমন প্লে ব্যাক সিঙ্গার ছিলেন, তেমনি ছিলেন অভিনেতা, ফিল্ম ডিরেক্টর।
ব্যাক্তিগত জীবনে তার চার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। \"একদিন পাখি উড়ে যাবে যে আকাশে\" বা \"কি আশায় বাঁধি খেলা ঘর\" অথবা \"ওগো নিরুপমা, করিও ক্ষমা\" এমন বহুগান এখনও কিশোর ভক্তদের ঘরে ঘরে স্বগৌরবে বেজে চলছে। এই মহান শিল্পী ৮ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে (FilmFair Award) ভূষিত হন।
আরও পড়ুনঃ স্বাদ পাল্টাতে থাইল্যান্ড ও বার্মার প্রিয় খাবার! দেখবেন নাকি চেখে!
এছাড়া বাংলায় তিনি চারবার বেষ্ট প্লে-ব্যাক সিঙ্গারের সম্মান পান। তিনি লতা মঙ্গেশকর পুরস্কারও পেয়েছিলেন। তিনি মূলত ও ভোকাল ও পিয়ানোতে দক্ষ এবং নাম করে ছিলেন। ১৩ই অক্টোবর ১৯৮৭ সালে মৃত্যু হয় এই কিংবদন্তি শিল্পীর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সেতুর বদলে কালভার্ট! জল যন্ত্রণায় দুই ব্লকের মানুষ
বৃহস্পতিবার তার জন্মদিনে মেদিনীপুর শহরের বটতলার চকে তার অনুগামীরা বিশালাকার ব্যানার এবং ছবি টাঙিয়ে মাল্যদান করে শ্রদ্ধা জানান। সারাদিন ধরে কিশোর কুমারের গান বাজিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় আভাস কুমার গাঙ্গুলিকে।
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
August 04, 2022 8:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: কিশোর কুমারের গান বাজিয়ে আভাস কুমারের জন্মদিবস পালন