গাছের ডালে ওটা কী, কুমীর? সাতসকালে চরম আতঙ্ক দাসপুরে, ছুটে এলো বন দফতর

Last Updated:

চিৎকার চেঁচামেচী শুনে গ্রামের বাসিন্দারাও ছুটে আসেন ঘটনাস্থলে৷ তাঁরাও দেখেন অনেকটা কুমীরের মতো দেখতে একটি প্রাণী গাছের ডাল আঁকড়ে ঝুলছে৷

গাছের ডালে কুমীরের মতো দেখতে গাগরোল৷৷
গাছের ডালে কুমীরের মতো দেখতে গাগরোল৷৷
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: সাত সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন এক ব্যক্তি৷ হঠাৎই একটি গাছের দিকে তাকিয়ে চক্ষু চড়কগাছ তাঁর৷ ঠিক কুমিরের মতো দেখতে একটি প্রাণীকে গাছ বেয়ে উঠতে দেখে প্রাণভয়ে চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি৷
চিৎকার চেঁচামেচী শুনে গ্রামের বাসিন্দারাও ছুটে আসেন ঘটনাস্থলে৷ তাঁরাও দেখেন অনেকটা কুমীরের মতো দেখতে একটি প্রাণী গাছের ডাল আঁকড়ে ঝুলছে৷ মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বৈকণ্ঠপুর গ্রামে৷
advertisement
advertisement
আতঙ্কিত গ্রামবাসীরা সঙ্গে সঙ্গেই খবর দেন বন দফতরে৷ বনকর্মীরা এসে অবশ্য গ্রামবাসীদের আতঙ্ক দূর করে জানান, ওই প্রাণীটি একেবারেই হিংস্র নয়৷ কুমীর বলে যেটিকে গ্রামবাসীরা ভুল করছিলেন, সেটি আসলে গাগরোল নামেই পরিচিত৷ প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা৷
advertisement
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন অবশ্য জানিয়েছেন, এতদিন নাম না জানলেও ওই প্রাণীটিকে এলাকায় মাঝে মধ্যে ঘুরতে দেখেছেন তাঁরা৷ এ দিন সম্ভবত শেয়ালের তাড়া খেয়ে প্রাণীটি গাছে উঠে পড়ে৷
মলয় ঘোষ নামে বন দফতরের এক কর্মী জানান, গাগরোল নামে এই প্রাণীটিেক ওই অঞ্চল থেকে আগেও উদ্ধার করে বন দফতরের পার্কে ছেড়ে দিয়েছেন তাঁরা৷ মলয়বাবুর দাবি, গাগরোল আসলে মানুষের বন্ধু প্রাণী৷ কারণ তারা বিষধর, নির্বিষ সব ধরনের সাপকেই শিকার করে খায়৷ যদিও মানুষের কোনও ক্ষতি করে না গাগরোল৷
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
গাছের ডালে ওটা কী, কুমীর? সাতসকালে চরম আতঙ্ক দাসপুরে, ছুটে এলো বন দফতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement