গাছের ডালে ওটা কী, কুমীর? সাতসকালে চরম আতঙ্ক দাসপুরে, ছুটে এলো বন দফতর

Last Updated:

চিৎকার চেঁচামেচী শুনে গ্রামের বাসিন্দারাও ছুটে আসেন ঘটনাস্থলে৷ তাঁরাও দেখেন অনেকটা কুমীরের মতো দেখতে একটি প্রাণী গাছের ডাল আঁকড়ে ঝুলছে৷

গাছের ডালে কুমীরের মতো দেখতে গাগরোল৷৷
গাছের ডালে কুমীরের মতো দেখতে গাগরোল৷৷
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: সাত সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন এক ব্যক্তি৷ হঠাৎই একটি গাছের দিকে তাকিয়ে চক্ষু চড়কগাছ তাঁর৷ ঠিক কুমিরের মতো দেখতে একটি প্রাণীকে গাছ বেয়ে উঠতে দেখে প্রাণভয়ে চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি৷
চিৎকার চেঁচামেচী শুনে গ্রামের বাসিন্দারাও ছুটে আসেন ঘটনাস্থলে৷ তাঁরাও দেখেন অনেকটা কুমীরের মতো দেখতে একটি প্রাণী গাছের ডাল আঁকড়ে ঝুলছে৷ মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বৈকণ্ঠপুর গ্রামে৷
advertisement
advertisement
আতঙ্কিত গ্রামবাসীরা সঙ্গে সঙ্গেই খবর দেন বন দফতরে৷ বনকর্মীরা এসে অবশ্য গ্রামবাসীদের আতঙ্ক দূর করে জানান, ওই প্রাণীটি একেবারেই হিংস্র নয়৷ কুমীর বলে যেটিকে গ্রামবাসীরা ভুল করছিলেন, সেটি আসলে গাগরোল নামেই পরিচিত৷ প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা৷
advertisement
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন অবশ্য জানিয়েছেন, এতদিন নাম না জানলেও ওই প্রাণীটিকে এলাকায় মাঝে মধ্যে ঘুরতে দেখেছেন তাঁরা৷ এ দিন সম্ভবত শেয়ালের তাড়া খেয়ে প্রাণীটি গাছে উঠে পড়ে৷
মলয় ঘোষ নামে বন দফতরের এক কর্মী জানান, গাগরোল নামে এই প্রাণীটিেক ওই অঞ্চল থেকে আগেও উদ্ধার করে বন দফতরের পার্কে ছেড়ে দিয়েছেন তাঁরা৷ মলয়বাবুর দাবি, গাগরোল আসলে মানুষের বন্ধু প্রাণী৷ কারণ তারা বিষধর, নির্বিষ সব ধরনের সাপকেই শিকার করে খায়৷ যদিও মানুষের কোনও ক্ষতি করে না গাগরোল৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
গাছের ডালে ওটা কী, কুমীর? সাতসকালে চরম আতঙ্ক দাসপুরে, ছুটে এলো বন দফতর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement