Nandigram: সব গেল, সঙ্গে রেজাল্টও! নন্দীগ্রামের স্কুলে চোরের কীর্তিতে পড়ুয়াদের মাথায় হাত

Last Updated:
নন্দীগ্রাম: বাড়িতে চুরি হলে গৃহস্থের সর্বনাশ৷ দোকানে চুরি হলে ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে৷ কিন্তু স্কুলে চুরি করতে এসে চোর যে পড়ুয়াদের এমন সর্বনাশ করবে, তা কে জানত৷ তাও আবার নন্দীগ্রামে!
রাজনৈতিক ভাবে সবসময়ই সংবাদ ়শিরোনামে থাকে নন্দীগ্রাম৷ সেই নন্দীগ্রামের এক নম্বর ব্লকের দেবীপুর মিলন বিদ্যাপীঠে সোমবার রাতে চুরির ঘটনা ঘটে৷ স্কুলের একাধিক ঘরের তালা ভেঙে চুরি করে চোর৷ অফিস রুম, স্টাফ রুম ও স্টক রুমের তালা ভেঙ্গে নগদ কয়েক হাজার টাকা সহ ল্যাপটপ, এমন কি স্কুলের ঘণ্টা, মাইকও নিয়ে গিয়েছে চোর৷ তালা ভেঙে হানা দিয়েছে ক্লাস রুমেও৷
advertisement
advertisement
শুধু তাই নয়, চুরির প্রমাণ লোপাট করতে স্কুলের সিসিটিভির হার্ডডিস্ক তছনছ করেছে চোরের দল৷ চোর যে ল্যাপটপ চুরি করে নিয়ে গিয়েছে, তাতেই মজুত করে রাখা ছিল একাদশ শ্রেণির পরীক্ষার ফল৷ ফলে পরীক্ষার ফল প্রকাশও আটকে গিয়েছে৷
advertisement
মঙ্গলবার সকালে চুরির কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ৷ যদিও পুলিশের ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে৷ অভিযোগ মাস দুয়েক আগেও নন্দীগ্রামের একাধিক স্কুলে চুরির ঘটনা ঘটেছিল৷ পুলিশ অবশ্য দুষ্কৃতীদের দ্রুত ধরার আশ্বাস দিয়েছে৷
advertisement
চুরির পর এ দিন স্কুল চালাতে গিয়েও অসুবিধার সম্মুখীন হন শিক্ষকরা৷ চোর ঘণ্টা নিয়ে যাওয়ায় ক্লাস শুরু এবং শেষের সময় ঘণ্টাও বাজানো সম্ভব হয়নি৷ পরীক্ষার ফলও কীভাবে বের করা হবে, তা নিয়েও চিন্তায় শিক্ষকরা৷
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Nandigram: সব গেল, সঙ্গে রেজাল্টও! নন্দীগ্রামের স্কুলে চোরের কীর্তিতে পড়ুয়াদের মাথায় হাত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement