HS Results 2023: জুনে নয়, কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল? বড় সিদ্ধান্ত নিল সংসদ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ।
কলকাতা: জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভবত মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সম্ভবত মে মাসের শেষ সপ্তাহেই ফল প্রকাশিত হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে হতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করছে সংসদ।
advertisement
advertisement
অন্যান্য বারের তুলনায় কম সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ চলতি বছরে হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে নিতে পারে তার জন্য দ্রুত ফল প্রকাশের চিন্তাভাবনা সংসদের। মে মাসের শেষ সপ্তাহে যাতে ফল প্রকাশ করা যায়, সেই বিষয়ে সংসদের আধিকারিকদের দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ সভাপতি।
এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2023 1:04 PM IST










