HS Results 2023: জুনে নয়, কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল? বড় সিদ্ধান্ত নিল সংসদ

Last Updated:

এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ।

কলকাতা: জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভবত মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সম্ভবত মে মাসের শেষ সপ্তাহেই ফল প্রকাশিত হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে হতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করছে সংসদ।
advertisement
advertisement
অন্যান্য বারের তুলনায় কম সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ চলতি বছরে হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে নিতে পারে তার জন্য দ্রুত ফল প্রকাশের চিন্তাভাবনা সংসদের। মে মাসের শেষ সপ্তাহে যাতে ফল প্রকাশ করা যায়, সেই বিষয়ে সংসদের আধিকারিকদের দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ সভাপতি।
এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Results 2023: জুনে নয়, কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল? বড় সিদ্ধান্ত নিল সংসদ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement