হোম /খবর /শিক্ষা /
জুনে নয়, কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল? বড় সিদ্ধান্ত নিল সংসদ

HS Results 2023: জুনে নয়, কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল? বড় সিদ্ধান্ত নিল সংসদ

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ।

  • Share this:

কলকাতা: জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভবত মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সম্ভবত মে মাসের শেষ সপ্তাহেই ফল প্রকাশিত হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে হতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করছে সংসদ।

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

আরও পড়ুন: স্কুলের বিদায়বেলার স্মৃতিতে ভাসল পড়ুয়ারা! অনাবিল আনন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন…

অন্যান্য বারের তুলনায় কম সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ চলতি বছরে হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে নিতে পারে তার জন্য দ্রুত ফল প্রকাশের চিন্তাভাবনা সংসদের। মে মাসের শেষ সপ্তাহে যাতে ফল প্রকাশ করা যায়, সেই বিষয়ে সংসদের আধিকারিকদের দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ সভাপতি।

এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Higher Secondary, Higher Secondary 2023, Higher Secondary 2023 results