Higher Secondary Exam Ends: স্কুলের বিদায়বেলার স্মৃতিতে ভাসল পড়ুয়ারা! অনাবিল আনন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন...

Last Updated:

পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি।সময়টা অনেক বড়।এরমধ‍্যেই বন্ধুত্ব হয়ে ওঠে গাঢ়।বিদায়বেলায় বন্ধুদের নিয়ে সেলফি,স্বাক্ষরে মেতে উঠল এবারের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীরা।

+
স্কুলের

স্কুলের বিদায়বেলার স্মৃতিতে ভাসল পড়ুয়ারা! অনাবিল আনন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন

আলিপুরদুয়ার: পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি। সময়টা অনেক বড়। এরমধ‍্যেই বন্ধুত্ব হয়ে ওঠে গাঢ়। বিদায়বেলায় তাই বন্ধুদের নিয়ে সেলফি, স্বাক্ষরে মেতে উঠল এবারের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীরা। বিদায়ের বিষাদে মিশে গেল অনাবিল আনন্দ আর তৈরি হল কিছু মুহূর্ত যা আজীবন থাকবে জীবন পথের নানা ওঠাপড়ার সঙ্গী হয়ে।
আজ ছিল উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার শেষ দিন। স্কুল জীবনের বিদায়বেলা কার্যত শেষ হল আজই। এরপর অনেকেই থেকে যাবে তাদের শহরে। আবার কেউ পড়াশোনার জন‍্য চলে যাবে বাইরে।চেনা বন্ধুরা হারিয়ে যেতে পারে ব‍্যস্ততার ভিড়ে। তাই শেষ সময়টুকুর আনন্দ ছাড়তে রাজি ছিলেন না উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীরা।
advertisement
advertisement
বন্ধুদের নিয়ে পরীক্ষা শেষের পর গল্প, খাওয়াদাওয়া ও মজাদার মুহূর্ত তৈরি করলেন তাঁরা। পরীক্ষা নিয়ে অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নিল সকলে।
বাড়ি ফেরার আগে মুঠোফোনে সেলফি তুলতে দেখা গেল তাদের। আবার কেউ কেউ তাদের অভিভাবকদের কাছে আবদার রাখল গ্রুপ ফোটো তুলে দেওয়ার জন‍্য। আবার অনেককে দেখা গেল বন্ধুদের জামায় স্বাক্ষর করে দিতে। স্কুল ইউনিফর্ম যত্ন করে সকলে রেখে দেয় স্মৃতি হিসেবে। সেই স্মৃতির সঙ্গে থেকে যাবে এই স্বাক্ষরও।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Exam Ends: স্কুলের বিদায়বেলার স্মৃতিতে ভাসল পড়ুয়ারা! অনাবিল আনন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন...
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement