Jibankrishna Saha: গলা কি জীবনকৃষ্ণেরই, পরীক্ষার অনুমতি দিল আদালত!তৃণমূল বিধায়কের ফোনে কী পেল CBI?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sourav Tewari
Last Updated:
গত ১৪ এপ্রিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷
কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা বা ভয়েস স্যাম্পল টেস্ট করার অনুমতি চাইল সিবিআই৷ এ দিন সেই অনুমতিও দিয়েছে আদালত৷ এ দিন আদালতে সিবিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়, ধৃত বিধায়কের একটি মোবাইল ফোন থেকে প্রায় একশোটি অডিও ফাইল উদ্ধার করা হয়েছে৷ যেগুলি এই নিয়োগ দুর্নীতির তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
গত ১৪ এপ্রিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ অভিযোগ, সিবিআই তল্লাশি চলাকালীনই নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক৷ তথ্যপ্রমাণ লোপাট করতেই তৃণমূল বিধায়ক এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ তদন্তকারীদের৷ বহু কাঠখড় পুড়িয়ে সেই ফোন উদ্ধার করে সিবিআই৷ এর পর সেই ফোন থেকে তথ্য উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থার কাছে পাঠানো হয়৷
advertisement
advertisement
এ দিন আদালতে সিবিআই-এর আইনজীবী দাবি করেন, বিধায়কের একটি ফোন থেকে ইতিমধ্যে তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে৷ যদিও সেই ফোনের বহু তথ্য প্রমাণই ডিলিট করে দওয়া হয়েছে৷ তার পরেও ফোন থেকে উদ্ধার হয়েছে প্রায় একশোটি অডিও ফাইল রয়েছে৷ সেই অডিও ক্লিপগুলিতে পাওয়া কণ্ঠস্বর জীবনকৃষ্ণেরই কি না, সে সম্পর্কে নিশ্চিত হতেই তৃণমূল বিধায়কের ভয়েস স্যাম্পেল টেস্ট করানোর অনুমতি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তাদের দাবি, জীবনকৃষ্ণের ফোনে এমন কিছু তথ্যপ্রমাণ মিলেছে, এই নিয়োগ দুর্নীতির তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সিবিআই আদালতে জানায়, বিধায়কের দ্বিতীয় ফোন থেকেও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে৷
advertisement
যদিও জীবনকৃষ্ণের আইনজীবী দাবি করেন, তিনি একজন জনপ্রতিনিধি৷ তাই তাঁকে জামিন দেওয়া হোক৷ একান্তই জামিন না দেওয়া হলেও জীবনকৃষ্ণকে যাতে আর সিবিআই হেফাজতে না পাঠিয়ে জেল হেফাজতে পাঠানো হয়, সেই আবেদনও জানান জীবনকৃষ্ণের আইনজীবী৷
শেষ পর্যন্ত দু' পক্ষের সওয়াল জবাব শুনে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷ একই সঙ্গে ভয়েস স্যাম্পেল টেস্টের অনুমতি দিয়ে বিচারক জানান, সিবিআই হেফাজতেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে৷ তবে স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে নমুনা সংগ্রহ করতে হবে। কোনও ভাবে অভিযুক্তের উপরে কোনও চাপ তৈরি করা যাবে না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 5:57 PM IST