হোম /খবর /উত্তরবঙ্গ /
উত্তাল কালিয়াগঞ্জ! থানায় আগুন বিক্ষোভকারীদের, পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ

Kaliaganj: উত্তাল কালিয়াগঞ্জ! থানায় আগুন বিক্ষোভকারীদের, পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ

থানায় আগুন বিক্ষোভকারীদের

থানায় আগুন বিক্ষোভকারীদের

Kaliaganj: অভিযোগ, থানা চত্বরে দাঁড় করানো একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি ঘরেও আগুন লেগে যায়।

  • Share this:

কালিয়াগঞ্জ: উত্তাল কালিয়াগঞ্জ। এদিন কালিয়াগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি ছিল আদিবাসী-কামতাপুরীদের। সেই সময়ে ঘেরাও কর্মসূচি ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। শেষে পুলিশ থানায় ঢুকে যায়। অভিযোগ, থানা চত্বরে দাঁড় করানো একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি ঘরেও আগুন লেগে যায়।

 

বিক্ষোভকারীদের জেরে প্রথমে এলাকায় প্রবেশ করতে পারেনি দমকল। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ থানার আশেপাশে প্রচুর গলি রয়েছে। সেই গলি থেকে মুহুর্মুহু ইট এসে পড়তে থাকে পুলিশের দিকে। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

গলিগুলি থেকে জমায়েত সরাতে পুলিশকর্মীরা প্রবেশ করতেই ইটবৃষ্টির মুখে পড়ে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে কাচের বোতলও ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে বাড়তি বাহিনী পাঠানো হয়। সেই সঙ্গে রবার বুলেটও ছোঁড়া হয়। ঘটনার তিন ঘণ্টা পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেনি পুলিশ। পরে ঘটনাস্থলে ব়্যাফ নামানো হয়। গোটা ঘটনায় কালিয়াগঞ্জ থানার বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।

আরও পড়ুন, আর মাত্র দেড় মাস! বিরল অবস্থানে যাচ্ছে শনি, ৫ রাশি এখনই সতর্ক হয়ে যান

আরও পড়ুন, টানা চলছে বৃষ্টি, কমছে গরম! দিঘায় আবহাওয়ার বিরাট বদল, জানুন বিশদে

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের মনিবাগ প্রতিবাদ ক্লাবের মাঠ থেকে থানা ঘেরাও কর্মসূচির জন্য রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে থানায় ব্যাপক জমায়েত হয়। পরে বিক্ষোভকারীরা কালিয়া গঞ্জ থানার সামনে মিছিল নিয়ে হাজির হয়েই ব্যারিকেড ভেঙে থানার মধ্যে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। প্রাথমিক ভাবে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলেও, পরে আশেপাশের গলি গুলি থেকে একের পর এক হামলা হয় পুলিশকর্মীদের উপরে। এখনও পর্যন্ত এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। থানার আশেপাশের চত্বরে প্রচুর বিক্ষোভকারী জমায়েত করে রয়েছেন।

পিয়া গুপ্তা
Published by:Suvam Mukherjee
First published:

Tags: Police