West Midnapore News: স্বনির্ভরতা লক্ষ্যে কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রি ছাত্রীদের
Last Updated:
কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও হস্তশিল্পে বিক্রি ছাত্রীদের, স্বনির্ভরতার লক্ষ্যে এই উদ্যোগ
দাঁতন, পশ্চিম মেদিনীপুর: লকডাউনের সময় কলেজে হয়েছিল প্রশিক্ষণ। এবার কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র করল পড়ুয়াদের স্বনির্ভর দল। কলেজ পড়ুয়া তারা আবার স্বনির্ভর দলের সদস্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন দাঁতনের ভট্টর কলেজের সেমিনার কক্ষে হস্তশিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র খুললো পাঁচ পড়ুয়া। পাঁচজন কলেজ পড়ুয়া তাদের নিজেদের বানানো সামগ্রী দিয়ে স্টল দিয়েছিলেন। বিক্রিও এদিন হয়েছে ভাল।
আরও পড়ুন: সিলিং ফ্যান থেকে ঝুলছে যুবকের দেহ! গলায় দড়ি দেওয়ার আগে নাকি ভিডিও কল করেছিল
মহাবিদ্যালয় সূত্রে খবর, কলেজ পড়ুয়াদের একটি স্বনির্ভর দল রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের এই স্বনির্ভর দলে এখন সদস্য সংখ্যা ২০ জন। স্বনির্ভর দলের সদস্য তথা কলেজ পড়ুয়াদের সহযোগিতা করেন অধ্যাপক সনাতন দাস ও অধ্যাপিকা শুভ্রা চন্দ। মাতৃভাষা দিবসের দিন কলেজের সেমিনার কক্ষে হস্তশিল্প প্রদর্শনীতে কলেজের পাঁচজন ছাত্রী ঋত্বিকা সিংহ, অমৃতা পয়ড়্যা, পায়েল প্রধান, লিজা ঘটক ও শম্পা বেরা স্টল দিয়েছিলেন। কেউ বানিয়েছেন কাচের বোতলে নানা ডিজাইন, পাটের ব্যাগের উপর কারুকার্য, উত্তরীয় ও বসার আসন। কেউ বানিয়েছেন শৌখিন ব্লাউজও।
advertisement
পশ্চিম মেদিনীপুরের মহাবিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকারা এদের হস্তশিল্পের সামগ্রী কিনেছেন। এদিনের এই প্রদর্শনী থেকে বেশ উৎসাহ পেয়েছেন স্বনির্ভরদলের পড়ুয়ারা। শুধু তাই নয় অর্ডারও পেয়েছেন বেশ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৪ মার্চ কলেজে বসন্ত উৎসবের দিন ফের স্টল দেওয়া হবে। সেদিন আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। স্নাতকোত্তরের ছাত্রী অমৃতা পয়ড়্যা ও লিজা ঘটক বলেন, এদিন প্রায় ৮০০ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। অর্ডারও পেয়েছি। এখান থেকে স্বনির্ভর হওয়ার দিশা দেখতে পাচ্ছি।
advertisement
advertisement
আর এই কাজে সহযোগিতা করেছে কলেজ। পড়ুয়াদের গাইড তথা কলেজের অধ্যাপক সনাতন দাস বলেন, প্রদর্শনী থেকে প্রায় ৯০% সামগ্রী বিক্রি হয়েছে। পড়ুয়াদের স্বনির্ভর করতে আমরা তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করি। বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের স্বনির্ভর করতে এই উদ্যোগ এবং প্রথম প্রদর্শনীতে মন কেড়েছে সকলের।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 5:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: স্বনির্ভরতা লক্ষ্যে কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রি ছাত্রীদের