পশ্চিম মেদিনীপুর: রাস্তা থেকে সংগ্রহশালা, এমনকি শ্রেণিকক্ষের দেওয়ালে আঁকা নানান ছবি। এক অঙ্কন প্রশিক্ষণ স্কুলের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে গোটা বিদ্যালয় চত্বরটাই সাজিয়ে তোলা হয়েছে ছাত্র-ছাত্রীদের নানান শিল্পকর্মে। এতে যেমন সমগ্র জায়গাটাই দৃষ্টিনন্দন ও শিল্পসম্মত হয়ে উঠেছে তেমনই সর্বসম্মুখে উঠে এসেছে ছোট ছোট বাচ্চাদের শিল্প প্রতিভা।
পশ্চিম মেদিনীপুরের বেলদার রামকিঙ্কর বেইজ আর্ট মেমোরিয়াল স্কুল বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এভাবেই সাজিয়ে তোলা হয়। বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে, ছাত্রছাত্রীরা নানান শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছে। বেশ কয়েক বছর ধরে এই গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীদের অঙ্কন ও ভাস্কর্যের প্রশিক্ষণ দিয়ে আসছে এই আর্ট স্কুল। প্রতিবছর বিদ্যালয়টির বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে বিদ্যালয় ছাত্রছাত্রীদের আঁকা ছবিতে সাজিয়ে তোলা হয়েছে। কোথাও তেল রং, কোথাও জলরঙে আঁকা ছবি। আবার বিদ্যালয়ের মিউজিয়ামে সাজানো আছে নানান প্রতিকৃতি ও বিমূর্ত আর্টের নিদর্শন।
আরও পড়ুন: জেলা অফিসে কাজ করার লোক নেই, ফাইল না ছাড়ায় ১ বছর ধরে বকেয়া টাকা পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষকরা
অর্থই অনর্থের মূল- এই ধারণার উপর ভিত্তি করে করা হয়েছে একটি বিমূর্ত আর্ট। পাশাপাশি মানুষের ভাবনার জগতের ভাসমানতাকে ফুটিয়ে তোলা হয়েছে ঝুলন্ত একটি প্রতিকৃতির মধ্য দিয়ে। শুধু তাই নয়, বিদ্যালয়ের দেওয়ালেও আঁকা রয়েছে নানান সৌখিন ছবি।
এই আর্ট স্কুলের প্রশিক্ষক দেবাশিস পাত্র জানান, গ্রামীণ এলাকায় বহু ছেলেমেয়ে আছে যাদের মধ্যে বিপুল শিল্পগুণ আছে। সেই সকল প্রতিভাকে এভাবেই আমরা সর্বসমক্ষে তুলে ধরি। বাড়ির ছেলে-মেয়েদের আঁকা ছবি ও ভাস্কর্য দেখতে আর্ট স্কুলে প্রতিদিনই ভিড় করেছেন অভিভাবকরা।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।