North 24 Parganas News: জেলা অফিসে কাজ করার লোক নেই, ফাইল না ছাড়ায় ১ বছর ধরে বকেয়া টাকা পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষকরা

Last Updated:

দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন জেলার ৮০-৮৫ জন মাদ্রাসা শিক্ষক। অর্থ দফতর থেকে টাকা এসে পড়ে থাকলেও স্রেফ কর্মীর অভাবে বছর ঘুরে গেলেও এই শিক্ষকরা তাঁদের এরিয়ার প্রাপ্য অর্থ পাচ্ছেন না।

সমস্যায় শিক্ষকরা
সমস্যায় শিক্ষকরা
উত্তর ২৪ পরগনা: দফতরে কর্মীর অভাব, তাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা। উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে পিওন, ক্লার্ক সহ বহু পদ ফাঁকা পড়ে আছে। মাত্র দু'জন অফিসার ও একজন টাইপিস্টকে নিয়ে রাজ্যের সবচেয়ে বড় জেলার ডিআই অফিস চলছে। আর তার জেরে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন জেলার ৮০-৮৫ জন মাদ্রাসা শিক্ষক। অর্থ দফতর থেকে টাকা এসে পড়ে থাকলেও স্রেফ কর্মীর অভাবে বছর ঘুরে গেলেও এই শিক্ষকরা তাঁদের এরিয়ার প্রাপ্য অর্থ পাচ্ছেন না।
উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের ডেপুটি ডিরেক্টর বিশ্বজিৎ দেবনাথ সরাসরি স্বীকার করে নেন, পর্যাপ্ত কর্মীর অভাবেই তাঁরা গত এক বছর ধরে ওই মাদ্রাসা শিক্ষকদের এরিয়ার বকেয়া অর্থ সংক্রান্ত ফাইল খুলে দেখতে পারেননি। এই প্রসঙ্গে তিনি বলেন, কর্মীর প্রচণ্ড অভাব। পি‌ওন, ক্লার্ক পদে কোন‌ও লোক নেই। মাত্র দু'জনকে নিয়ে দফতর চালাচ্ছি। শিক্ষকদের পেনশন ফাইলের কাজ সারতে সারতেই সময় ফুরিয়ে যাচ্ছে। তবে বিশ্বজিৎবাবু স্বীকার করে নিয়েছেন, তাঁদের লোক বলের অভাবে জেলার মাদ্রাসা শিক্ষকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার এই ৮০-৮৫ জন মাদ্রাসা শিক্ষকের এরিয়ার টাকা প্রথমে বরাদ্দই করা হয়নি। পরে তাঁদের আন্দোলনের জেরে অর্থ দফতর এরিয়ার ফাইল ছাড়ে। কিন্তু বারাসতে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে সেই ফাইল এসে ২০২২ সাল থেকে পড়ে আছে। আর তিনদিন পরই শেষ হয়ে যাবে চলতি অর্থবর্ষ। কিন্তু এখনও বকেয়া অর্থ না পেয়ে ক্ষুদ্ধ মাদ্রাসা শিক্ষকরা বারাসতে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের ডেপুটি ডিরেক্টরের ঘরের বাইরে বিক্ষোভ দেখান। তাঁরা বলেন, যতক্ষণ না প্রাপ্য অর্থ অ্যাকাউন্টে ঢুকছে ততক্ষণ তাঁরা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জেলা অফিসে কাজ করার লোক নেই, ফাইল না ছাড়ায় ১ বছর ধরে বকেয়া টাকা পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষকরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement