Paschim Medinipur News: পুরানো বিবাদের জেরে খড়্গপুরের সামরাইপুরে ভাইয়ের হাতে খুন হল দাদা

Last Updated:

বিবাদের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে। গ্রেফতার গুণধর ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সামরাইপুরের রিশা গ্রামে।

+
ঘটনার

ঘটনার পর শোকের ছায়া পরিবারে 

#পশ্চিম মেদিনীপুর : বিবাদের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে। গ্রেফতার গুণধর ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সামরাইপুরের রিশা গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়, ছোট ভাই সঞ্জয় আড়ির হাতে খুন হয় দাদা সুকুমার আড়ি (৪৫)। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
মৃত সুকুমার আড়ির মেয়ে পুজা আড়ির অভিযোগ, পুরানো বিবাদ আগে থেকেই ছিল, কিন্তু বুধবার রাতে একটি বাচ্চাকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমার ভাইজিকে নিয়ে বাড়ির চারধারে ছুটতে ছিল কাকা। আমার বাবা ঐ সময় ছাড়াতে যায়। তখন আমার বাবাকে আচমকাই মুগুর দিয়ে কাকা মাথায় মারে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় আমার বাবা মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় আমার বাবা। আমার কাকা অনেকদিন আগে থেকেই আমার বাবাকে বলত তোকে মেরে দেবে, খুন করে দেবে, কেটে দেবে, আর কাকা আজ আমার বাবার মাথায় মুগুর দিয়ে মারার জন্যই আমার বাবা মারা যায়।
advertisement
আরও পড়ুনঃ হাতেনাতে চোরকে পাকড়াও করে বেঁধে রাখলেন স্থানীয়রা
ঘটনার খবর থানায় দেওয়া হলে খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুকুমার আড়ির মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায় এবং খুনে অভিযুক্ত সঞ্জয় আড়িকে আটক করে। পরে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযুক্ত ভাই সঞ্জয় আড়িকে গ্রেফতার করেছে বলে জানা গেছে পুলিশ সুত্রে। বৃহস্পতিবার ধৃত সঞ্জয় আড়িকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
advertisement
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: পুরানো বিবাদের জেরে খড়্গপুরের সামরাইপুরে ভাইয়ের হাতে খুন হল দাদা
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement