Dilip Ghosh: গ্রামে ফিরতেই মনে পড়ল পুরনো দিনের কথা! পুকুরপাড়ে দিলীপ ঘোষকে দেখে হতবাক সকলে

Last Updated:

Dilip Ghosh: জেলা জুড়ে একাধিক কর্মসূচিতে মেদিনীপুরে রয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ

+
পুকুরে

পুকুরে ছিপ দিয়ে মাছ ধরলেন সাংসদ দিলীপ ঘোষ 

দাঁতন: দলীয় কর্মসূচিতে গিয়ে পুকুর পাড়ে বসে মাছ ধরলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। জেলা জুড়ে একাধিক কর্মসূচিতে মেদিনীপুরে রয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। শনিবার তিনি দাঁতন ব্লকের আলীকষা পঞ্চায়েতের মালযমুনাতে কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানেই পুকুর পাড়ে বসে বঁড়শি দিয়ে মাছ ধরলেন তিনি।
প্রসঙ্গত রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে প্রান্তিক এলাকায় জনসংযোগে অংশ নিচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। সেইমতো নিজের লোকসভা কেন্দ্রে দাঁতনের মালযমুনাতে কর্মসূচিতে গিয়ে পুকুরপাড়ে বসে অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে ছিপ দিয়ে মাছ ধরলেন তিনি। তাঁর ছিপে উঠে এল একাধিক মাছ।
advertisement
দলীয় সূত্রে খবর, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ গ্রামের ছেলে। জঙ্গলমহল ঝাড়গ্রামের প্রান্তিক এলাকায় বাড়ি দিলীপের। স্বাভাবিকভাবে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গ্রাম্য এলাকার স্বাদ নিতে পুকুর পাড়ে বসেই ছিপ দিয়ে মাছ ধরলেন সাংসদ। তবে সারাদিন একাধিক কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। এ দিন বিকেলে পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি মন্দিরে পুজো এবং বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ সারেন তিনি।
advertisement
দিলীপ ঘোষ বলেন, “রাজ্য জুড়ে আমার মাটি, আমার দেশ কর্মসূচি চলছে। সেই মত আজ বেলদায় গাছ লাগানো হল।” এখান থেকে মাটি নিয়ে দিল্লি যাবেন। পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। সামনে লোকসভা নির্বাচনের আগে, জনসংযোগে মরিয়া বিরোধী দল বিজেপি।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: গ্রামে ফিরতেই মনে পড়ল পুরনো দিনের কথা! পুকুরপাড়ে দিলীপ ঘোষকে দেখে হতবাক সকলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement