West Burdwan News : সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, শেষে এই পাথরের খাদানে মিলল ৪ দেহ! হাড়হিম ঘটনা আসানসোলে

Last Updated:

পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ৷ দেহগুলি পরিচয় জানতে গিয়ে উঠে এল করুণ কাহিনী

+
পরিত্যক্ত

পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ

আসানসোল, পশ্চিম বর্ধমান : মর্মান্তিক ঘটনা আসানসোলে। গত রবিবার রাতে যে চারটি দেহ উদ্ধার হয়েছিল পরিত্যক্ত পাথর খাদান থেকে। সেই দেহগুলি পরিচয় জানতে গিয়ে উঠে এল করুণ কাহিনী। উদ্ধার হয়েছে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ। পরিত্যক্ত পাথর খাদান থেকে এক পরিবারের চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, আসানসোলে বসবাস করা বিজয়ের রাউত ও তার পরিবারের দেহ উদ্ধার রয়েছে পরিত্যক্ত খাদান থেকে। বিজয় বাবু বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সপরিবারে আত্মহত্যা করেছেন তিনি। চলতি মাসের ১০ তারিখ বেরিয়েছিলেন বাড়ি থেকে ঘুরতে যাওয়ার নাম করে। তার পাঁচ দিন পরে পরিবারের সকল সদস্যদের মৃতদেহ পরিত্যক্ত পাথর খাদানে ভাসতে দেখা যায়। যে ঘটনা জেনে হতবাক হয়ে গিয়েছেন বিজয় বাবুর আত্মীয়, প্রতিবেশী এবং পরিচিত সকলেই।
advertisement
advertisement
প্রতিবেশীরা সকলে এই জানিয়েছেন, বিজয় বাবুর পরিবারে কোনও অশান্তি ছিল না। সকলেই সুখে বসবাস করতেন। বিজয় বাবু আদতে বিহারের বাসিন্দা। থাকতেন আসানসোলে বাড়ি ভাড়া নিয়ে। পরিবারও সঙ্গে থাকত তার। বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ১০ জানুয়ারি তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ঘুরতে যাওয়ার নাম করে। তার পাঁচ দিন পর পরিবারের সকল সদস্যদের দেহ উদ্ধার করা হয়েছে। আসানসোলের কাল্লা এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত একটি পাথর খাদান থেকে উদ্ধার করা হয়েছে দেহগুলি।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সকল দেহগুলির নাম এবং পরিচয়। আসানসোল উত্তর থানার কাল্লা ছাতা পাথর এলাকায় পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার হয়েছে চারজনের দেহ। মৃতদের নাম বিজয় রাউত, মিঠু রাউত, তাদের ১১ বছরের ছেলে কৃষ্ণা রাউত এবং দু'বছরের লাডো রাউত। আসানসোলের লাল বাংলোর বাসিন্দা তারা। জানা গিয়েছে ১০ জানুয়ারি রাত ১১ টার সময় বাড়ি থেকে তারা বেরিয়েছিল। পাঁচদিন পর গত রবিবার সন্ধ্যায় পরিত্যক্ত পাথর খাদান থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Burdwan News : সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, শেষে এই পাথরের খাদানে মিলল ৪ দেহ! হাড়হিম ঘটনা আসানসোলে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement