West Medinipur News: নাবালিকা মেয়ের প্রেম মেনে না নেওয়ায় মর্মান্তিক পরিণতি মায়ের, প্রেমিকের কথায় মাকে ষড়যন্ত্র করে খুন করল মেয়ে!

Last Updated:

কোতওয়ালী থানার পুলিশ মেয়েটির পাশাপাশি গ্রেফতার করে তার প্রেমিক ও প্রেমিকের বাবা মাকে। শুক্রবার নাবালিকা মেয়েকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়। বাকি তিনজনকে মেদিনীপুর আদালতে তোলা হয়

ধৃতদের আদালতে হাজির
ধৃতদের আদালতে হাজির
#পশ্চিম মেদিনীপুর: নাবালিকা মেয়ের প্রেম মেনে নিতে পারেননি মা। তাই প্রেমিকের সঙ্গে প্ল্যান করে, প্রেমের রাস্তা থেকে চিরদিনের মতো মাকেই সরিয়ে দিলো মেয়ে ও তার প্রেমিক (West Medinipur News)। প্রেমিকার দ্বারা তার মাকে খুন করার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার বাবা, মা। গ্রেফতার করা হয়েছে নাবালিকার প্রেমিককেও। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতয়ালী থানার অন্তর্গত পাটনা বাজার এলাকায়।
পুলিশ ও মৃতার পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল অর্থাৎ  ১ বৈশাখের দিন মেদিনীপুর শহরের পাটনা বাজারের বাসিন্দা, পেশায় এক স্বর্ণ ব্যবসায়ীর নাবালিকা মেয়ে, তার মা অনিতা দত্তকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পর, অনিতা দেবী হৃদরোগে আক্রান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়েন। এরপর পরিবার পরিজনেরা অনিতা দত্তকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে(West Medinipur News)। অনিতা দেবীর স্বামী সহ পরিবার পরিজনেরা বুঝে উঠতে পারছিলেন না কীভাবে ঘটনাটি ঘটল। কারণ তখনও পর্যন্ত অনিতা দেবীর পরিবারের কেউই টের পাননি নাবালিকা মেয়ে ও তার প্রেমিকের এই পরিকল্পনার বিষয়ে।
advertisement
হঠাৎ দিন কয়েক আগে মেয়ের মোবাইল চ্যাট দেখে তার বাবা সহ পরিবার পরিজনেরা জানতে পারেন তাদের নাবালিকা মেয়ে ও তার প্রেমিক জিৎ, পরিকল্পিত ভাবে অনিতা দত্তকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। এরপরই অনিতা দত্তের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় নাবালিকা মেয়ে ও তার প্রেমিক এবং প্রেমিকের বাবা মায়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মেদিনীপুর কোতয়ালী পুলিশ চারজনকে গ্রেফতার করে। শুক্রবার নাবালিকা মেয়েটিকে জুভেনাইল কোর্টে তোলা হয় এবং বাকি তিনজনকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক একজনকে তিন দিনের পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন, এমনটাই জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী মোহম্মদ নাজিম হাবিব।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: নাবালিকা মেয়ের প্রেম মেনে না নেওয়ায় মর্মান্তিক পরিণতি মায়ের, প্রেমিকের কথায় মাকে ষড়যন্ত্র করে খুন করল মেয়ে!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement