Paschim Medinipur: প্রথম দিনে জেলাজুড়ে ৫০% সিপিআইএম প্রার্থী জমা দিলেন মনোনয়নপত্র
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সব মিলিয়ে সোমবার প্রথম দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় CPIM এর প্রায় ৭০ জন প্রার্থী ৭ টি পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন বলে জানা গেছে।
পশ্চিম মেদিনীপুরঃ জেলার সাতটি পৌরসভা নির্বাচনের জন্য আজ থেকে মনোনয়ন পত্র দাখিল করা শুরু করলেন প্রার্থীরা। মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে, মহকুমা শাসকের নির্দিষ্ট করা কার্যালয়ে আজ বামপন্থী দলগুলির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সেই সঙ্গে কয়েকজন নির্দল প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে, খড়গপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন সিপিআইএম প্রার্থীরা। এদিন সকালে খড়্গপুরের সিপিআইএম কার্যালয় থেকে মিছিল করে এসে খড়্গপুর মহকুমাশাসক দপ্তরে খড়্গপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সিপিআইএম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রথম দিন ৯ জন সিপিআইএম প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন খড়্গপুর পৌর নির্বাচনের প্রার্থী হিসেবে। সব মিলিয়ে সোমবার প্রথম দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় সিপিআইএম এর প্রায় ৭০ জন প্রার্থী ৭ টি পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন বলে জানা গেছে।
Location :
First Published :
February 08, 2022 10:42 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: প্রথম দিনে জেলাজুড়ে ৫০% সিপিআইএম প্রার্থী জমা দিলেন মনোনয়নপত্র