Paschim Medinipur News: প্রতিটি জেলার সঙ্গে সাড়ম্বরে পূজা কার্নিভাল মেদিনীপুর-খড়গপুরে

Last Updated:

সারা রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুর ও খড়গপুরে শুক্রবার উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হল জেলার প্রথম পূজা কার্নিভাল।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : সারা রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুর ও খড়গপুরে শুক্রবার উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হল জেলার প্রথম পূজা কার্নিভাল। তিলোত্তমার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কার্নিভাল অনুষ্ঠিত হয়ে আসছে গত কয়েক বছর ধরেই। তবে, বিসর্জনের শোভাযাত্রার পরিবর্তে জেলায় এই প্রথম অনুষ্ঠিত হল পূজা কার্নিভাল। মুখ্যমন্ত্রী'র নির্দেশে পশ্চিম মেদিনীপুরের 'জেলা শহর' মেদিনীপুর এবং 'রেল শহর' খড়গপুরেও শুক্রবার মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল পূজা কার্নিভাল ২০২২। শুক্রবার সন্ধ্যা ছ'টা নাগাদ শহর মেদিনীপুর ও খড়গপুরে এই দুর্গাপুজো কার্নিভালের উদ্বোধন করা হয়।
মেদিনীপুর শহরের বটতলা চক থেকে গোলকুঁয়ার চকের রাস্তায় অনুষ্ঠিত হয় কার্নিভাল। মেদিনীপুর শহরের পুজা কার্নিভালের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস ভূঁইয়া। এছাড়াও কার্নিভাল মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার মন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক জুন মালিয়া, অজিত মাইতি, দীনেন রায়, উত্তরা সিংহ হাজরা, মেদিনীপুর পুরসভার পুর প্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মেদিনীপুর শহরের মোট ২০টি পুজো কমিটি অংশ নিয়েছিল এই কার্নিভালে।
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুর শহর জুড়ে বিষাদের সুর, শুরু হল দূর্গা প্রতিমা নিরঞ্জন
সূত্রের খবর বিবিগঞ্জ, অশোক নগর, রাঙামাটি, রবীন্দ্রনগর, সমাজবাড়ি (নজরগঞ্জ) খাপ্রেল বাজার, বিধান নগর প্রভৃতি পুজো কমিটি গুলি অংশ গ্রহণ করেছিল এই কার্নিভালে। ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান, কার্নিভালকে আকর্ষণীয় করে তুলতে পৌরসভার তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। অন্যদিকে, কার্নিভালকে কেন্দ্র করে খড়গপুর শহরেও উৎসাহ, উন্মাদনা ছিল তুঙ্গে! পৌরসভার সামনে থেকে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত রেলের রাস্তা জুড়ে অনুষ্ঠিত হয় এই কার্নিভাল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সমাজ ও সংস্কৃতির অবক্ষয়ের দিকটিকে স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরতে কাঁচের প্রতিমা গড়েছেন শিল্পী
অভিযাত্রী, তালবাগিচা সবুজ সংঘ, তালবাগিচা নেতাজি ব্যায়ামাগার, প্রেমবাজার, আদি পুজা কমিটি, বাবুলাইন সহ ১১টি কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল খড়্গপুরের কার্নিভালে। সাধারণ মানুষের দেখার জন্য লাগানো হয়েছিল ৬টি এলইডি টিভি। উল্লেখ্য যে, প্রতিটি পুজা কমিটি শোভাযাত্রা সহকারে নিজেদের থিম বা বিষয়বস্তু নিয়ে পারফরম্যান্স তুলে ধরে বিচারকদের সামনে। কোভিড অতিমারী, স্বাধীনতার অমৃত মহোৎসব, ক্রীড়া, পরিবেশ প্রভৃতি একাধিক বৈচিত্র্যময় বিষয় তুলে ধরা হয় এই পূজা কার্নিভালে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: প্রতিটি জেলার সঙ্গে সাড়ম্বরে পূজা কার্নিভাল মেদিনীপুর-খড়গপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement