West Midnapore News: পাশের গ্রামের মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, ভয়ঙ্কর কাণ্ড সিভিক ভলান্টিয়ারের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই যুবক স্থিতিশীল রয়েছে।
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাসুটিয়া এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক সিভিক ভলেন্টিয়ারের। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হল বেলদা গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার বাসুটিয়া এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে, বেলদা থানার বাসুটিয়া এলাকার ওই সিভিক ভলেন্টিয়ারের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল পাশের গ্রাম বনমালীপুর এলাকার একটি মেয়ের সঙ্গে। আর সেই বিষয়ে জানতে পেরে গিয়েছিলেন ওই সিভিক ভলান্টিয়ারের স্ত্রী৷ এনিয়ে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল ওই সিভিক ভলান্টিয়ারের পরিবারে।
আরও পড়ুনঃ আরও বিপদে কেষ্ট! নিস্তার অতীত, আসানসোল জেলে মেয়াদ ফের বাড়ল ১৪ দিন
পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার এনিয়ে আবারও অশান্তি হয় পরিবারে। তারপরেই বৃহস্পতিবার রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। শুক্রবার ভোর নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দেখতে পায় পরিবারের লোকেরা। এরপর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দ্রুত নিয়ে আসা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছে সমস্ত কিছু খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ। তবে সিভিক ভলেন্টিয়ার এর এই কীর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই যুবক স্থিতিশীল রয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 11:59 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পাশের গ্রামের মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, ভয়ঙ্কর কাণ্ড সিভিক ভলান্টিয়ারের