বেলদা: চিন্তা চেতনার অভাবে এখনও এ বাংলায় ভেঙে ফেলা হয় মনীষীদের মূর্তি। নগরায়নের উন্নতির পাশাপাশি অশ্লীলতার মোড়কে ঢাকা পড়েছে চিন্তাশীল সমাজ ব্যবস্থা। বিদ্যাসাগর, বিপ্লবী ক্ষুদিরাম-সহ সমাজের বিভিন্ন বিপ্লবী,মনীষীদের এখন আর কেউ মনে রাখে না।
গত ২৩ বছর ধরে পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী নজরুল সংস্কৃতিক সংঘ গ্রামীন এলাকায় আয়োজন করে নানা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাধারণ মানুষের মধ্যে চিন্তাশীল ভাবনার উন্নয়নে চেষ্টা করে এই সংগঠনটি।
আরও পড়ুন: পাহাড়ে গানের আসর, ‘হাম্মা হাম্মা’ থেকে লালনের সুর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালে
বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে 'চেতনা আজও ফেরেনি' শীর্ষক বিশেষ নাটক পরিবেশন করল খুদেরা। এই নাটকের মধ্যে দিয়ে বর্তমান সামাজিক ব্যবস্থায় চিন্তাশীল ভাবনা এবং তার অবলুপ্তিকে তুলে ধরা হয়েছে। নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে সমাজ ব্যবস্থার উন্নতিতে বিদ্যাসাগর-সহ নানা বিশিষ্ট ব্যক্তিত্ব ও মনীষীদের অবদানের কথা।
আরও পড়ুন: কোভিড, ডেঙ্গু, অপারেশন, শরীর অসাড় অঞ্জনার! বছর পেরিয়ে ফ্লোরে ফিরছেন অভিনেত্রী
স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, যুব প্রজন্মের কাছে একটি সৃজনশীল মনন এবং চারিত্রিক গঠনে প্রতিবছর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সংগঠনের চেষ্টা করেন।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drama, West Midnapore