Mountain Music Festival: পাহাড়ে গানের আসর, ‘হাম্মা হাম্মা’ থেকে লালনের সুর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালে

Last Updated:

Mountain Music Festival: গত দু’বছরের মতো এবছরেও সুরে ভাসবে পার্বত্য উপত্যকা। মূল ভাবনা এবং আয়োজনে সুদীপ্ত চন্দ। ‘দ্য ড্রিমার্স’-এর দশ বছর পূর্ণ হবে আগামী ১৩ এপ্রিল, সেদিনই দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠানের।

মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল
মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল
শিলিগুড়ি: ‘হাম্মা হাম্মা’ থেকে রবীন্দ্রসঙ্গীত, বাংলা ব্যান্ডের গান থেকে লালনের গানে জমে উঠবে মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের তৃতীয় সিজন। পাহাড়ে গানের আসর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের তৃতীয় সিজন বাংলা নববর্ষের আগে ‘দ্য ড্রিমার্স’-এর ফেসবুক পেজে দেখা যাবে আগামী ১৩ এপ্রিল, রাত ৮:৩০টা থেকে।
সেতারে ‘হাম্মা হাম্মা’র সুর থেকে এসরাজে রবীন্দ্রনাথের গানের সুর। লালন সাঁইয়ের গান থেকে বাংলা ব্যান্ডের গান, সব নিয়ে এই আসর বসবে উত্তরবঙ্গের ফাগুতে। পাশ দিয়ে বয়ে চলছে পার্বত্য নদী চেল। পিছনে অবস্থান করছে সুবিস্তৃত পাহাড় শৃঙ্গ। কালো পাথর ছড়িয়ে আছে উপত্যকা জুড়ে। এরকমই এক মনোরম পরিবেশে বসছে এবারের মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল।
advertisement
advertisement
পাহাড়ের সঙ্গে সঙ্গীতের এক সুন্দর প্রাকৃতিক নিবিড় সম্পর্ক। পাখির ডাক, নদীর জলের কুলকুল ধ্বনি, বনে পাতা ঝরার মর্মর শব্দ সবেতেই সুর নিহিত। কথায় আছে, সঙ্গীত সর্বত্র বিদ্যমান। গত দু’বছরের মতো এবছরেও সুরে ভাসবে পার্বত্য উপত্যকা। মূল ভাবনা এবং আয়োজনে সুদীপ্ত চন্দ। ‘দ্য ড্রিমার্স’-এর দশ বছর পূর্ণ হবে আগামী ১৩ এপ্রিল, আর সেদিনই দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠানের তৃতীয় সিজন ‘দ্য ড্রিমার্স’এর ফেসবুক পেজে।
advertisement
এবারের শিল্পীদের মধ্যে সৌভিক মুখোপাধ্যায়, অরিত্র মুখোপাধ্যায়, অম্লান চট্টোপাধ্যায়, মাধুর্য মুখোপাধ্যায়, গৌরব হাটুই, অয়ন চক্রবর্তী, সৌরজ্যোতি চট্টোপাধ্যায়, রক্তিম বন্দ্যোপাধ্যায়, পলাশ ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশন নজর কাড়বে। সেতার, এসরাজ, ডারবুকা, গিটার, তবলায় যন্ত্রসঙ্গীত পরিবেশন হোক বা গানে গানে ওয়ার্ল্ড মিউজিকের উদযাপন জমে উঠবে।
advertisement
শহরে যখন গরমের পারদ চড়ছে, ঠিক তখনই ঘরে বসে পাহাড়ে এরকম একটা সঙ্গীতের আসর উপভোগ করা বেশ ভাল একটা আয়োজন বলা চলে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা আগামী ১৩ এপ্রিলের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mountain Music Festival: পাহাড়ে গানের আসর, ‘হাম্মা হাম্মা’ থেকে লালনের সুর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement