West Midnapore News: পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে হঠাৎই চলে এল কেন্দ্রীয় দল, কেন জানেন?
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
বিদ্যালয়ে এসে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন দলের সদস্যরা
ডেবরা, পশ্চিম মেদিনীপুর: মিড ডে মিলের ব্যাবস্থাপনা, খাবারের গুণগত মান, ও মিড ডে মিলে দুর্নীতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের একাধিক বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা তে ধামতোড় বিলেশ্বর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এই প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন জেলা অধিকর্তারাও।
স্কুলে এসে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন কেন্দ্রীয় দলের আধিকারিকেরা। কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। পাশাপাশি মিড ডে মিলের রান্না করা খাবারও খেয়ে দেখেন তাঁরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন যা যা প্রশ্ন করা হয়েছে সবগুলোর উত্তর দেওয়া হয়েছে বিদ্যালয়ের তরফে।
রঞ্জন চন্দ
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 9:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে হঠাৎই চলে এল কেন্দ্রীয় দল, কেন জানেন?