West Midnapore News: আন্দোলন আরও জোরদার! জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে মনোনয়ন ৪০ কুড়মি নেতার
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
Last Updated:
একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় কুড়মিদের লাগাতার আন্দোলন দেখা গিয়েছে।
মেদিনীপুর: একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় কুড়মিদের লাগাতার আন্দোলন দেখা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই আন্দোলন আরও জোড়দার হয়েছিল। তবে সেই আন্দোলনের আঁচ এবার পড়ল ব্যালট বাক্সেও। শাসক বিরোধী দল ছেড়ে দিয়েছিল কুড়মিরা। কারন ছিল কোন দলই তাদের আন্দোলনের পক্ষে ছিল না।
এবার জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিল কুড়মি সম্প্রদায়ের নেতারা।পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চল্লিশ জন প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন, বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গ্রাম পঞ্চায়েতে ৩৫ জন, জেলা পরিষদে ২জন এবং পঞ্চায়েত সমিতিতে তিনজন প্রার্থী কুড়মি সম্প্রদায়ের হয়ে ভোটে লড়বেন।
advertisement
প্রসঙ্গত, জেলা জুড়ে কুড়মিদের বাড়ির দেওয়ালে কোন রাজনৈতিক প্রচার করতে দেয়নি তারা। তাদের তফসিলি তালিকাভুক্ত না করা পর্যন্ত বিদ্রোহ চলবে বলে জানিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের আগেও রাজনৈতিক নানা দল ছেড়েছিল কুড়মি সমাজের নেতারা।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 3:04 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: আন্দোলন আরও জোরদার! জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে মনোনয়ন ৪০ কুড়মি নেতার