Bangla News: দেওয়াল থেকে মুছে দেওয়া হল বিধায়কের নাম! মহিষাদলে তৃণমূলে যা ঘটল, গোটা রাজ্যে বেনজির
- Published by:Suman Biswas
- local18
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Bangla News: সূত্রের খবর, দল চায়নি বিধায়ক পদে থাকা কোনও ব্যক্তি নতুন করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন। তাই তাঁকে টিকিট দেয়নি দল।
সুজিত ভৌমিক, মহিষাদল: দলের অনুমতি নেই। তাই পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া হচ্ছে না মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর। বিধায়ক প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে মহিষাদলের কিসমত নাইকুন্ডি অঞ্চলে তাঁর নামে দেওয়াল লিখনের কাজে শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেতা কর্মীরা। কিন্তু বৃহস্পতিবার নমিনেশন জমা দেওয়ার পর্ব শেষের পর দেখা যায় তিলক চক্রবর্তী তাঁর মনোনয়ন জমা দেননি।
সূত্রের খবর, দল চায়নি বিধায়ক পদে থাকা কোনও ব্যক্তি নতুন করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন। তাই তাঁকে টিকিট দেয়নি দল। যদিও এ ব্যাপারে তিলক চক্রবর্তীর সাফাই, তিনি নিজে প্রার্থী হতে চাননি। তাঁর দাবি, তিনি টানা ৬ বার মহিষাদল পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়ে জিতেছেন। এবার আর দাঁড়াতে চান না।
advertisement
advertisement
তিলকের দাবি, উৎসাহী তৃণমূল কর্মীরা চেয়েছিলেন তিনি প্রার্থী হন। তাই তাঁরা অতি উৎসাহে দেওয়াল লিখেছেন। এদিকে তিলকের দাবিকে মিথ্যা বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি ৬ বার নয়, পাঁচবার পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন তিলক চক্রবর্তী। ৬ বার বলে মিথ্যা দাবি করছেন। একইসঙ্গে দেওয়াল লিখনে এমএলএ-র নাম মোছার বিষয়কে কটাক্ষও করেছেন তাঁরা।
advertisement
বিজেপির কটাক্ষকে অবশ্য গুরুত্ব দিতে চাননি মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আবহে বিধায়কের প্রার্থী না হওয়া এবং তাঁর নামে দেওয়াল লিখন মোছার বিষয়কে ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 12:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দেওয়াল থেকে মুছে দেওয়া হল বিধায়কের নাম! মহিষাদলে তৃণমূলে যা ঘটল, গোটা রাজ্যে বেনজির