West Medinipur News: ছোটেননি চাকরির পিছনে, বিএড পাশ করেও পেশা চাষবাস! দাঁতনের এই প্রবীণ সাহিত্যিক জ্ঞানের ভাণ্ডার
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Medinipur News: স্নাতক ও বি.এড. পাশ করলেও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। তবে জীবিকার আড়ালেই তাঁর আসল পরিচয়, লেখালেখি ও ইতিহাসচর্চা।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ছিপছিপে চেহারার এক সাদামাঠা মানুষ। নেই কোনও আড়ম্বর, নেই বাহারি জীবনযাপন। খদ্দরের পাজামা-পাঞ্জাবি আর কাঁধে ঝোলান একটি ব্যাগ। এই বেশেই দিন কাটে তাঁর। বয়স পেরিয়েছে ৬৫। তবু আজও ক্লান্তিহীনভাবে চালিয়ে যাচ্ছেন সাহিত্য ও সংস্কৃতি চর্চা। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা-ওড়িশা সীমান্তবর্তী দাঁতন থানার জামুয়াপতি এলাকার বাসিন্দা অতনু নন্দন মাইতি। আজও প্রান্তিক গ্রামেই বসে হয়ে উঠেছেন লোকসংস্কৃতির এক নিরলস সাধক।
ছোটবেলায় বাবার চাকরির সুবাদে কিছুটা স্বচ্ছল জীবন কাটলেও সংসারের দায়িত্ব নিজের কাঁধে আসার পর জীবন হয়েছে সংগ্রামের। পৈত্রিক জমি ও পুকুর রক্ষণাবেক্ষণের কারণে কখনও চাকরির পিছনে ছোটেননি। তৎকালীন সময়ে স্নাতক ও বি.এড. পাশ করলেও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। তবে জীবিকার আড়ালেই চলেছে তাঁর আসল পরিচয়, লেখালেখি ও ইতিহাসচর্চা।
advertisement
advertisement
বিদ্যালয় জীবন থেকেই লেখার সঙ্গে তাঁর সখ্য। স্কুলে পড়াকালীন প্রথম প্রকাশিত কবিতা ও প্রবন্ধই তৈরি করে দেয় লেখকসত্ত্বার ভিত। পরবর্তীকালে কলকাতা সহ বিভিন্ন পত্রিকা ও দৈনিক সংবাদপত্রে নিয়মিত লিখেছেন প্রবন্ধ, গল্প ও কবিতা। লোকায়ত সংস্কৃতি, গ্রামীণ রীতি, বাংলা ও ওড়িশার ইতিহাস নিয়ে লিখেছেন একাধিক বই। দীর্ঘ কয়েক বছর নিজের সম্পাদনায় সাহিত্য ও খবরের কাগজও প্রকাশ করেছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজও তাঁর বাড়িতে আসেন বহু মানুষ। গ্রামীণ ইতিহাস, সংস্কৃতি কিংবা লোকশিল্প সম্পর্কে জানতে। সারাদিন বই পড়া, রেডিও শোনা, চিঠি লেখা আর লেখালেখির মধ্যেই ডুবে থাকেন অতনু। বহু বিশিষ্ট সাহিত্যিক ও মনীষীর সঙ্গে চিঠির আদান-প্রদানও হয়েছে তাঁর। তবু সাদামাটা জীবনেই স্বচ্ছন্দ তিনি। প্রান্তিক এক গ্রামে বসে আজও যেভাবে তিনি সংস্কৃতি ও ইতিহাসচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন, তা সত্যিই অনুপ্রেরণার। নিঃশব্দেই কলমের আলো ছড়িয়ে চলেছেন অতনু নন্দন মাইতি। এই সাধনাকেই সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 19, 2026 3:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ছোটেননি চাকরির পিছনে, বিএড পাশ করেও পেশা চাষবাস! দাঁতনের এই প্রবীণ সাহিত্যিক জ্ঞানের ভাণ্ডার










