West Bengal SIR: মণ্ডপে যাওয়ার আগে ব্লক অফিসে বর! বিয়ের দিনেই SIR শুনানি ঘিরে শোরগোল

Last Updated:

West Bengal SIR: বিয়ের দিনেই SIR (Special Intensive Revision) শুনানিতে হাজির হয়ে তারপর বিয়ে করতে গেলেন বর—এমনই অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমের নানুরে। নানুর ব্লকের খুজুটিপাড়া গ্রামের বাসিন্দা রানা শেখ, যিনি কবির আকবর রানা নামেও পরিচিত।

এরপরই আদালত পাল্টা কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করে, ভারতের মতো দেশে কীভাবে এই যুক্তি দিচ্ছেন? মনে রাখতে হবে, এখানে বাল্যবিবাহ ছিল। কিছু জায়গায় এখনও আছেও। কপিল সিবাল এরপর বলেন, হিয়ারিংয়ের শিডিউল দেওয়া হোক। লজিক‍্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেওয়া হোক। এরপরই অপর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তিন হাজারের বেশি সই করা ফর্ম ধরা পড়েছে গাড়িতে। যেই এফআইআর করা হল, তখন নয়া নির্দেশ এসে গেল।
এরপরই আদালত পাল্টা কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করে, ভারতের মতো দেশে কীভাবে এই যুক্তি দিচ্ছেন? মনে রাখতে হবে, এখানে বাল্যবিবাহ ছিল। কিছু জায়গায় এখনও আছেও। কপিল সিবাল এরপর বলেন, হিয়ারিংয়ের শিডিউল দেওয়া হোক। লজিক‍্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেওয়া হোক। এরপরই অপর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তিন হাজারের বেশি সই করা ফর্ম ধরা পড়েছে গাড়িতে। যেই এফআইআর করা হল, তখন নয়া নির্দেশ এসে গেল।
বীরভূম, ইন্দ্রজিত রুজ: বিয়ের দিনেই SIR (Special Intensive Revision) শুনানিতে হাজির হয়ে তারপর বিয়ে করতে গেলেন বর—এমনই অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমের নানুরে। নানুর ব্লকের খুজুটিপাড়া গ্রামের বাসিন্দা রানা শেখ, যিনি কবির আকবর রানা নামেও পরিচিত। জানা গেছে, প্রায় দু’মাস আগে পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক হয় লাভপুর ব্লকের কামদপুর গ্রামের এক পাত্রীর সঙ্গে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন থাকলেও বিয়ের ঠিক তিন দিন আগে রানা শেখের বাড়িতে পৌঁছয় SIR শুনানির নোটিস।
আরও পড়ুনঃ কালাচাঁদে ‘N’ নেই, মদনমোহনে স্পেস নেই—তাতেই শুনানিতে ডাক! SIR হিয়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত
নোটিসে বরের বাবা আলঙ্গীর শেখের সন্তানসংখ্যা ও নাম সংক্রান্ত গুরুতর ভুল তথ্য উল্লেখ ছিল। পরিবারের দাবি, আলঙ্গীর শেখের এক ছেলে ও এক মেয়ে—মোট দুই সন্তান। অথচ শুনানির নোটিসে উল্লেখ করা হয়, তাঁর নাকি ছয় সন্তান রয়েছে এবং নামেও রয়েছে একাধিক ভুল।
advertisement
advertisement
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে দিন শুনানির জন্য ডাকা হয়, সেই দিনই ছিল রানা শেখের বিয়ের দিন—সোমবার। পরিস্থিতির চাপে পড়ে বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই বর হাজির হন নানুর ব্লক অফিসে SIR শুনানিতে। শুনানি পর্ব শেষ করেই সোজা বিয়ে করতে রওনা দেন তিনি। পরিবার সূত্রে অভিযোগ, ভুল তথ্যের ভিত্তিতে এই ধরনের শুনানির নোটিশ দিয়ে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। ফের একবার SIR শুনানির নামে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR: মণ্ডপে যাওয়ার আগে ব্লক অফিসে বর! বিয়ের দিনেই SIR শুনানি ঘিরে শোরগোল
Next Article
advertisement
Supreme Court on SIR Hearing: ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
  • ভোটারদের নথি নিলে প্রাপ্তিস্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে৷

  • কমিশনকে নির্দেশ দিল শীর্ষ আদালত৷

  • লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির তালিকা প্রকাশেরও নির্দেশ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement