West Bengal SIR: মণ্ডপে যাওয়ার আগে ব্লক অফিসে বর! বিয়ের দিনেই SIR শুনানি ঘিরে শোরগোল
- Published by:Salmali Das
Last Updated:
West Bengal SIR: বিয়ের দিনেই SIR (Special Intensive Revision) শুনানিতে হাজির হয়ে তারপর বিয়ে করতে গেলেন বর—এমনই অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমের নানুরে। নানুর ব্লকের খুজুটিপাড়া গ্রামের বাসিন্দা রানা শেখ, যিনি কবির আকবর রানা নামেও পরিচিত।
বীরভূম, ইন্দ্রজিত রুজ: বিয়ের দিনেই SIR (Special Intensive Revision) শুনানিতে হাজির হয়ে তারপর বিয়ে করতে গেলেন বর—এমনই অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমের নানুরে। নানুর ব্লকের খুজুটিপাড়া গ্রামের বাসিন্দা রানা শেখ, যিনি কবির আকবর রানা নামেও পরিচিত। জানা গেছে, প্রায় দু’মাস আগে পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক হয় লাভপুর ব্লকের কামদপুর গ্রামের এক পাত্রীর সঙ্গে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন থাকলেও বিয়ের ঠিক তিন দিন আগে রানা শেখের বাড়িতে পৌঁছয় SIR শুনানির নোটিস।
আরও পড়ুনঃ কালাচাঁদে ‘N’ নেই, মদনমোহনে স্পেস নেই—তাতেই শুনানিতে ডাক! SIR হিয়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত
নোটিসে বরের বাবা আলঙ্গীর শেখের সন্তানসংখ্যা ও নাম সংক্রান্ত গুরুতর ভুল তথ্য উল্লেখ ছিল। পরিবারের দাবি, আলঙ্গীর শেখের এক ছেলে ও এক মেয়ে—মোট দুই সন্তান। অথচ শুনানির নোটিসে উল্লেখ করা হয়, তাঁর নাকি ছয় সন্তান রয়েছে এবং নামেও রয়েছে একাধিক ভুল।
advertisement
advertisement
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে দিন শুনানির জন্য ডাকা হয়, সেই দিনই ছিল রানা শেখের বিয়ের দিন—সোমবার। পরিস্থিতির চাপে পড়ে বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই বর হাজির হন নানুর ব্লক অফিসে SIR শুনানিতে। শুনানি পর্ব শেষ করেই সোজা বিয়ে করতে রওনা দেন তিনি। পরিবার সূত্রে অভিযোগ, ভুল তথ্যের ভিত্তিতে এই ধরনের শুনানির নোটিশ দিয়ে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। ফের একবার SIR শুনানির নামে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 6:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR: মণ্ডপে যাওয়ার আগে ব্লক অফিসে বর! বিয়ের দিনেই SIR শুনানি ঘিরে শোরগোল









