West Bengal SIR: কালাচাঁদে ‘N’ নেই, মদনমোহনে স্পেস নেই—তাতেই শুনানিতে ডাক! SIR হিয়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
West Bengal SIR: ভোটার কার্ডে "KALACHAND" আর নির্বাচন কমিশনের পেজে "KALACHAD" - মাঝে "N" নেই....ডাক শুনানিতে। কেউ ভোটারকার্ডে "MADAN MOHAN" আর নির্বাচন কমিশনের পেজে "MADANMOHAN " - মাঝে স্পেশ নেই - ডাক শুনানিতে।
রঞ্জিত সরকার, নদিয়া: ভোটার কার্ডে “KALACHAND” আর নির্বাচন কমিশনের পেজে “KALACHAD” – মাঝে “N” নেই….ডাক শুনানিতে। কেউ ভোটারকার্ডে “MADAN MOHAN” আর নির্বাচন কমিশনের পেজে “MADANMOHAN ” – মাঝে স্পেশ নেই – ডাক শুনানিতে।
আরও পড়ুনঃ ‘আমার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না’, SIR হিয়ারিংয়ের ডাক পেতেই গর্জে উঠলেন নওশাদ সিদ্দিকী
কারও পদবী ভোটারকার্ডে বাংলায় “দাস” কিন্তু নির্বাচন কমিশনের পেজে “DASS” – ডাক শুনানিতেএমন অনেক উদাহরণ আছে যাদের নামের বা পদবীর সামান্য ভুল রয়েছে। তাঁদের ২০০২ সালে নামের ম্যাপিং ঠিক ছিল। নদিয়ার কল্যানী বিধানসভার কল্যানী ৭নং ওয়ার্ড মাঝেরচর ২০৬নং বুথে এমন কিছু ভোটারের শুনানির নোটিস।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে শুনানির ডাক পেয়ে বিরক্তি পরিবারগুলির। অন্যদিকে, ওই বুথের বিএলওর দাবি, কমিশন নোটিস পাঠাচ্ছে। আমাকে নোটিস সঠিক সময়ে পৌছে দিতে হয়েছে। তবে, সামান্য ভুল সেই কারণেই অনেকের নোটিস এসেছে শুনানির। এদিন কল্যাণীর আন্দোলন মঞ্চ থেকে টিআর তৃণমূল কংগ্রেস থেকেও সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 5:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR: কালাচাঁদে ‘N’ নেই, মদনমোহনে স্পেস নেই—তাতেই শুনানিতে ডাক! SIR হিয়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত








