Saraswati Puja 2026: ‘২৬’কে কেন্দ্র করে সরস্বতী পুজো! জাতীয় পতাকার আভরণে মালদহের উচ্চতম বাগদেবী, দেখুন মাথা উঁচু করে
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Malda Saraswati Puja 2026: মালদহ শহরের জাগরণী ক্লাব তৈরি করছে জেলার উচ্চতম সরস্বতী প্রতিমা। তিন প্রকার 'ছাব্বিশ'কে উদ্দেশ করে বিশেষ এই প্রতিমার চমক।
মালদহ, জিএম মোমিন: শুধু দুর্গা পুজো বা কালী পুজো নয় এবারে সরস্বতী পুজোয় জেলাবাসীদের বিশেষ চমক দিতে অভিনব উদ্যোগ দেখা দিল মালদহ শহরের জাগরণী ক্লাবের। বিগ বাজেট নয় মাত্র ৩ লক্ষ টাকা বাজেটে তৈরি করা হচ্ছে জেলার অন্যতম বৃহৎ প্রায় ২৬ ফুট উঁচু প্রতিমা। মূলত তিন প্রকার ‘ছাব্বিশ’কে উদ্দেশ করে বিশেষ এই প্রতিমার চমক। ২০২৬ সাল ও ২৬ নম্বর ওয়ার্ডকে উদ্দেশ্য করে এই ২৬ ফুট উঁচু প্রতিমার চিন্তাভাবনা বলে জানান ক্লাব সদস্যরা।
স্থানীয় কাউন্সিলর তথা ক্লাব সদস্য গৌতম দাস জানান, “প্রতিবছরই কিছু না কিছু চমক থাকে সরস্বতী পুজোয়। এ বছরও শহর ও জেলাবাসীকে বিশেষ চমক দিতে বিশাল আকৃতির উঁচু প্রতিমা তৈরি করা হয়েছে। তবে তাঁদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাব্বিশ। তিন রকম ছাব্বিশ একত্রিত করে প্রতিমার আকর্ষণ। যেহেতু সালটি ২৬ এবং ওয়ার্ডও ২৬ তাই প্রতিমা ২৬ ফুট উঁচু করা হয়েছে। সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যায় উদ্বোধন করা হবে মণ্ডপ।”
advertisement
আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় সামাজিক প্রতিবাদ! মণ্ডপ জুড়ে বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি, বিদ্যার দেবীর হাত ধরে নারীশিক্ষার আহ্বান
মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকা মৃৎশিল্পী রাসবিহারী রাম জানান, “গত এক মাস থেকে প্রতিমা তৈরির কাজ চলছে। প্রায় ২৬ ফুট উঁচু এই প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে ভারতের জাতীয় পতাকার রঙে। সবুজ, সাদা, গেরুয়া জাতীয় পতাকার তিন রঙের শাড়ি ও তার পিছনে বড় আকৃতির অশোক চক্র দিয়ে সাজান হচ্ছে প্রতিমাকে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরই বাগদেবীর আরাধনায় বিশেষ চমক দেখা দেয় মালদহের ইংরেজবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া জাগরণী ক্লাবের উদ্যোগে। তবে এই বছর তাঁদের এমন বিকল্প চিন্তা ভাবনার পুজোর আয়োজন নজর কেড়েছে সকলের। জেলার অন্যতম বিশাল আকৃতির এই প্রতিমার আকর্ষণে ভিড় বাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 22, 2026 2:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: ‘২৬’কে কেন্দ্র করে সরস্বতী পুজো! জাতীয় পতাকার আভরণে মালদহের উচ্চতম বাগদেবী, দেখুন মাথা উঁচু করে










