Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় সামাজিক প্রতিবাদ! মণ্ডপ জুড়ে বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি, বিদ্যার দেবীর হাত ধরে নারীশিক্ষার আহ্বান

Last Updated:

Birbhum Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় বাল্যবিবাহ বন্ধের বার্তাকেই পুজোর থিম হিসাবে তুলে ধরল বীরভূমের অজয়পুর হাইস্কুল। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি।

+
অজয়পুর

অজয়পুর হাইস্কুলের সরস্বতী পুজো বাল্যবিবাহ বন্ধের বার্তা

বীরভূম, সুদীপ্ত গড়াই: রাজ্যে বাল্যবিবাহের পরিসংখ্যানে শীর্ষে থাকা বীরভূমে এই কুপ্রথা রোধে স্কুল স্তর থেকেই সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী প্রশাসন। সেই উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে এবারের সরস্বতী পুজোয় বাল্যবিবাহ বন্ধের বার্তাকেই পুজোর থিম হিসাবে তুলে ধরল ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত অজয়পুর হাইস্কুল।
অজয়পুর হাইস্কুলের সরস্বতীতলায় এবছর প্রতিমার পাশাপাশি তৈরি করা হয়েছে আটটি পুতুল। সেই পুতুলগুলির মাধ্যমেই নিজেদের ভবিষ্যতের কথা বলেছে ছাত্রছাত্রীরা। কোথাও দেখা যাচ্ছে অল্প বয়সে বিয়ের কারণে স্কুলছুট হয়ে যেতে হচ্ছে, কোথাও সংসারের চাপে বইখাতা ছেড়ে বাসন মাজতে হচ্ছে, আবার কোথাও অপুষ্ট শরীরে মাতৃত্বের বোঝা বইতে হচ্ছে এক কিশোরীকে। পুতুলগুলির সঙ্গে নানা পোস্টার ও বার্তার মাধ্যমে সরস্বতীতলা জুড়ে ফুটে উঠেছে বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ার মঞ্চ কাঁপানো প্রখ্যাত ছৌ শিল্পী আজ অর্থ সঙ্কটে ধুঁকছেন! তবু অটুট স্বপ্ন, ছন্দে ফিরতে সরকারের কাছে সাহায্যের আবেদন
শুধু এবছর নয়, প্রতিবছরই সরস্বতীপুজোয় সামাজিক বার্তা দেওয়াকে কর্তব্য বলেই মনে করেন স্কুলের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। জীবন বিজ্ঞানের এই শিক্ষক জানান, “এবার আমাদের সরস্বতী পুজোর থিম ‘বাল্যবিবাহ রোধ’। আমরা প্রত্যেক বছরই কোন না কোন সামাজিক বার্তা তুলে ধরি, ছাত্রছাত্রীদের সচেতন করতে এবং এলাকার মানুষকে ভাবাতে। যে এলাকায় আমি শিক্ষকতা করি, সেখানে এই সমস্যা চোখে পড়ে। আমার স্কুলে অতীতেও এমন ঘটনা ঘটেছে, যেখানে বিয়ের কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে ছাত্রীদের। ছোটবেলায় বিয়ে মানেই একটি শিশুর সব সম্ভাবনার ধ্বংস। অপরিণত শরীর মন নিয়ে সংসারের চাপ নিতে হয়, অপুষ্ট সন্তানের জন্ম হয়। মা-ই যেহেতু প্রথম শিক্ষক, তাই মা অশিক্ষিত থেকে গেলে তার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ  বাউল প্রেমে ভ্যালিডি ও স্যামুয়েল হয়েছেন যমুনা ও নবনীত! ১৮ বছর ধরে লোকসংগীত সাধনা, অশোকনগর দেখল এক অন্য ছবি, আপনিও দেখুন
তিনি আরও বলেন, বাল্যবিবাহ এমন একটি কুপ্রথা যা সহজে বা দ্রুত দূর হয় না। সরকার, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শহরের বাইরে, প্রত্যন্ত গ্রামাঞ্চলেই এই ধরনের ঘটনার হার বেশি। সেখানেই নিয়মিত প্রচার ও সচেতনতা চালানো জরুরি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, জেলাজুড়ে বাল্যবিবাহের ভয়াবহতা বোঝাতে গত বছর ২৬ মার্চ ‘নারী নক্ষত্র’ নামে একটি পুতুল নাটক একইসঙ্গে জেলার ৭৩৪টি স্কুলে মঞ্চস্থ করে ছাত্রছাত্রীরা। সেই ধারাবাহিকতাতেই এবছর অজয়পুর হাইস্কুল সরস্বতীপুজোর মাধ্যমে এই সামাজিক বার্তাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় সামাজিক প্রতিবাদ! মণ্ডপ জুড়ে বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি, বিদ্যার দেবীর হাত ধরে নারীশিক্ষার আহ্বান
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা

  • সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া

  • রাজ্যের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement