Gangasagar Mela 2026: অসুস্থ পুণ্যার্থীকে হাসপাতালে ফেলেই পালিয়েছিল সঙ্গীরা, বিহারের সেই মহিলাকে ফেরাল হ্যাম রেডিও আর পুলিশ

Last Updated:

Gangasagar Mela 2026: সাগর মেলায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রৌঢ়া, ফেলে রেখে বিহার ফিরে গেল সঙ্গীরা।

ফেরানো হচ্ছে মহিলাকে
ফেরানো হচ্ছে মহিলাকে
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সাগর মেলার সময় অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তারপর অস্থায়ী হাসপাতালে চিকিৎসা চলছিল বিহারের মঞ্জু দেবীর। এদিকে মেলা শেষ হতে দেখা যায় মহিলাকে রেখে ফিরে গিয়েছে সঙ্গীরা। এই ঘটনার পর প্রশাসনের উদ্যোগে ও হ্যাম রেডিওর সহযোগিতায় মহিলাকে ফেরানো হল বাড়িতে।
এই বছরের গঙ্গাসাগর মেলার ভিড় অতীতের সমস্ত রেকর্ড অতিক্রম করেছে। অসংখ্য পুণ্যার্থী এসেছিলেন সাগরদ্বীপে মকর সংক্রান্তিতে পূণ্যস্নানের উদ্দেশে। তারিখ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেলা ও শেষ হয়ে  গিয়েছে। সকলেই ফিরছেন নিজের জায়গায়। রয়ে গিয়েছেন তারা, যারা তাদের প্রিয়জন কিংবা আপনজনকে হারিয়ে অসহায় হয়ে পড়ে রয়েছেন। জানা গিয়েছে মঞ্জু দেবী(৫২) গ্রাম থেকে পাঁচ জনের একটি পূণ্যার্থী দলের সঙ্গে সাগরে এসেছিলেন।
advertisement
advertisement
পূণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন মঞ্জু দেবী। তাঁকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। এদিকে পূণ্যার্থীদের দল ফিরে গিয়েছে বিহারে। ফলে সাগর থানার পুলিশ যোগাযোগ করেন হ্যাম রেডিও-র সঙ্গে। খোঁজ মেলে ওই মহিলার বাড়ি বিহারের সমস্তিপুর জেলার সাখওয়া থানার বিখনাউলিয়া গ্রামে। তার বড় ছেলে অনিরুদ্ধ মুখিয়ার সঙ্গের কথা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদেরকে দ্রুত আসতে বলা সাগরে। ওই মহিলার পরিবারের লোকজন ভেবেছিলেন ওই মহিলা হারিয়ে গিয়েছেন। এদিকে প্রিয়জনের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তারা। অবশেষে ভাই পরিমল মুখিয়ার সঙ্গে ওই মহিলা ফিরেছেন বাড়ির উদ্দেশে। এই ঘটনায় সাগর থানার পুলিশ ও হ্যাম রেডিওকে ধন্যবাদ জানিয়েন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: অসুস্থ পুণ্যার্থীকে হাসপাতালে ফেলেই পালিয়েছিল সঙ্গীরা, বিহারের সেই মহিলাকে ফেরাল হ্যাম রেডিও আর পুলিশ