Nipah Virus: নিপা ভাইরাসের জন্য ফিরে এল হোম কোয়ারেন্টাইনে স্মৃতি! পূর্ব বর্ধমানে আইসোলেশনে ৪৮ জন
- Reported by:Saradindu Ghosh
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Nipah virus: নিপার জেরে ফের ফিরে এল হোম কোয়ারেন্টাইনের স্মৃতি। করোনার সময় এই হোম কোয়ারেন্টাইন কথাটির সঙ্গে পরিচিত হয়েছিলাম আমরা, আবার তা ফিরে এল নিপা ভাইরাসের হাত ধরে।
পূর্ব বর্ধমান: নিপার জেরে ফের ফিরে এল হোম কোয়ারেন্টাইনের স্মৃতি। করোনার সময় এই হোম কোয়ারেন্টাইন কথাটির সঙ্গে পরিচিত হয়েছিলাম আমরা, আবার তা ফিরে এল নিপা ভাইরাসের হাত ধরে। নিপা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন এই সন্দেহে পূর্ব বর্ধমান জেলার ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সন্দেহ করা হচ্ছে নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানের এক বাসিন্দা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবার আক্রান্তের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৪৮ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠাল পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর। একই সঙ্গে এই ৪৮ জনেরই স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। পূর্ব বর্ধমানের জেলা মুখ্য স্বাস্হ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, “ফোনে নিয়মিত তাঁদের স্বাস্হ্য সম্পর্কে খবর নেওয়া হচ্ছে। তাঁরা সকলেই সুস্থ্যই রয়েছেন”। তবে জেলার ওই বাসিন্দা নিপা ভাইরাসেই আক্রান্ত কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, একজন নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছে। তাঁর পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বাড়ি, বারাসাতের নার্সিং স্টাফ। জানা গিয়েছে, সে পরীক্ষা দিতে এসেছিল, বাড়িতেই ছিল। ৩ জানুয়ারি কাটোয়া হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়। সেখান থেকে ৪ তারিখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ৬ তারিখ বারাসাতের হাসপাতালে বাড়ির লোকজন নিয়ে যান।
advertisement
তবে, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হয়নি। সন্দেহ করা হচ্ছে। বাড়ির লোকজন, স্বাস্থ্য কর্মী, নার্স, চিকিৎসক মিলিয়ে ৪৮ জন তাঁর সংস্পর্শে এসেছেন। তাই তাঁদের হোম কেয়ারান্টাইন করার কথা বলা হয়েছে। ওনাদের শরীরের দিকেও নজর রাখা হচ্ছে। আক্রান্তের মা নিজেও একজন স্বাস্থ্যকর্মী।
advertisement
এই ঘটনায় জেলা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে স্বাস্হ্য দফতরের আধিকারিকরা বলছেন, “এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। জ্বর সহ উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে”।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 6:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা ভাইরাসের জন্য ফিরে এল হোম কোয়ারেন্টাইনে স্মৃতি! পূর্ব বর্ধমানে আইসোলেশনে ৪৮ জন











