Joyrambati by Train: জয়রামবাটি থেকে এ বার ট্রেনে সোজা বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া! নতুন রেলপথে এলাকার আর্থ সামাজিক চেহারায় জোয়ার আসবে বলেই আশা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Joyrambati by Train: এই অংশের উদ্বোধনের ফলে এখন জয়রামবাটি থেকে ট্রেন সরাসরি বিষ্ণুপুরের মাধ্যমে বাঁকুড়া পৌঁছতে পারবে এবং এই মেমু পরিষেবাটি ১৯.১.২০২৬ তারিখ থেকে উভয় প্রান্ত থেকে নিয়মিত চলাচল শুরু করেছে
কলকাতা : মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গত ১৮ জানুয়ারি ময়নাপুর–বরগোপীনাথপুর–জয়রামবাটি পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন রেলপথ উদ্বোধন করেছেন। এই নবনির্মিত অংশটি ৮৩ কিলোমিটার দীর্ঘ তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় রেল সংযোগ শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অংশের উদ্বোধনের ফলে এখন জয়রামবাটি থেকে ট্রেন সরাসরি বিষ্ণুপুরের মাধ্যমে বাঁকুড়া পৌঁছতে পারবে এবং এই মেমু পরিষেবাটি ১৯.১.২০২৬ তারিখ থেকে উভয় প্রান্ত থেকে নিয়মিত চলাচল শুরু করেছে।
ময়নাপুর–বরগোপীনাথপুর–জয়রামবাটি অংশটি প্রায় ২৮০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে নির্মিত হয়েছে। এই নতুন লাইনটি চালু হওয়ার ফলে বাঁকুড়া এবং পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য দ্রুত, নিরাপদ এবং আরও সুবিধাজনক রেল ভ্রমণের সুযোগ তৈরি হবে, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় জনসেবার সুযোগও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই নতুন রেল সংযোগটি পবিত্র মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান নিকটবর্তী কামারপুকুরে তীর্থযাত্রার সংযোগকে ব্যাপকভাবে উন্নত করবে, যার ফলে এই অঞ্চলের ধর্মীয় পর্যটনে একটি বড় গতি আসবে। উন্নত রেল সংযোগের ফলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যটন, বাণিজ্য, কর্মসংস্থান এবং জীবিকার জন্য আরও ভাল সুযোগ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।
advertisement
এই অংশটি খোলার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলার এই আধ্যাত্মিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চলে সরাসরি রেল সংযোগ স্থাপিত হয়েছে, যা দৈনিক যাত্রী, তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের জন্য ভ্রমণকে সহজ, সাশ্রয়ী এবং আরও নির্ভরযোগ্য করে তুলেছে। এই প্রকল্পটি মানুষ ও পণ্য পরিবহণের সুবিধা প্রদান এবং পর্যটন-সম্পর্কিত কার্যকলাপকে উৎসাহিত করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে।
advertisement
advertisement
আরও পড়ুন : যাত্রীদের জন্য বিরাট সুখবর! সরস্বতী পুজো-নেতাজির জন্মজয়ন্তীতে ব্লু লাইনে মিলবে বিশেষ মেট্রো, শেষ মেট্রো কখন? জেনে নিন সময়সূচি
ময়নাপুর–বরগোপীনাথপুর–জয়রামবাটি নতুন রেললাইনের উদ্বোধনটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুষম আঞ্চলিক বৃদ্ধি এবং যাত্রীদের উন্নত সুবিধার উপর ভারতীয় রেলওয়ের ধারাবাহিক নজরকে প্রতিফলিত করে, যা পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক পরিকাঠামোকে শক্তিশালী করবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 10:30 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Joyrambati by Train: জয়রামবাটি থেকে এ বার ট্রেনে সোজা বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া! নতুন রেলপথে এলাকার আর্থ সামাজিক চেহারায় জোয়ার আসবে বলেই আশা











