Kolkata Metro: যাত্রীদের জন্য বিরাট সুখবর! সরস্বতী পুজো-নেতাজির জন্মজয়ন্তিতে ব্লু লাইনে মিলবে বিশেষ মেট্রো, শেষ মেট্রো কখন? জেনে নিন সময়সূচী
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Riya Das
Last Updated:
Kolkata Metro: আগামীকাল ২৩শে জানুয়ারি শুক্রবার ব্লু এবং ইয়েলো লাইনে মেট্রো বিশেষ পরিষেবা চালাবে। এর পরের সপ্তাহে ০১.০২.২০২৬ রবিবার ব্লু লাইনে মেট্রো ১৬০টি বিশেষ রবিবার পরিষেবা চালু রাখবে।
কলকাতা: আগামীকাল ২৩শে জানুয়ারি শুক্রবার ব্লু এবং ইয়েলো লাইনে মেট্রো বিশেষ পরিষেবা চালাবে। এর পরের সপ্তাহে ০১.০২.২০২৬ রবিবার ব্লু লাইনে মেট্রো ১৬০টি বিশেষ রবিবার পরিষেবা চালু রাখবে। কলকাতা মেট্রো রেল নেতাজির জন্মদিন এবং সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার অর্থাৎ ২৩.০১.২০২৬ তারিখে ব্লু লাইন এবং ইয়েলো লাইনে বিশেষ মেট্রো পরিষেবা পরিচালনা করতে চলেছে।
ব্লু লাইন
মেট্রো ব্লু লাইনে ২৭২টি পরিষেবার পরিবর্তে ২৩৬টি (১১৮টি আপ + ১১৮টি ডাউন) পরিষেবা এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২টি আপ পরিষেবা চালাবে।
advertisement
প্রথম পরিষেবা:
০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
advertisement
০৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
০৬:৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (০৬:৫০ মিনিটের পরিবর্তে)
০৬:৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
শেষ পরিষেবা:
২১:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
advertisement
২১:৩৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (২১:৩৫ মিনিটের পরিবর্তে)
২১:৪৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া (২১:৪৪ মিনিটের পরিবর্তে)
ইয়েলো লাইন
২৩.০১.২০২৬ তারিখে মেট্রো ইয়েলো লাইনে ১২০টি পরিষেবার পরিবর্তে ৯২টি (৪৬টি আপ + ৪৬টি ডাউন) পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা:
০৭:১৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (কোনও পরিবর্তন নেই)।
০৭:৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (কোনও পরিবর্তন নেই)।
advertisement
শেষ পরিষেবা:
২০:৫৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত (২১:০০টার পরিবর্তে)।
২১:১৮ ঘটিকায় জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত (২১:২০টার পরিবর্তে)।
২৩.০১.২০২৬ তারিখে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
কলকাতা বইমেলার কারণে ০২.০২.২০২৬ তারিখে আরও একটি রবিবার ব্লু লাইনে ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৬০টি পরিষেবা চালু থাকবে।
প্রথম পরিষেবা:
০৯:০০টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)।
advertisement
০৯:০০টায় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)।
০৯:০০টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)।
শেষ পরিষেবা:
২১:৩৩টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)।
২১:৩৩টায় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (২১:৩০টার পরিবর্তে)।
২১:৪৪টায় শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত (২১:৪৩ টারপরিবর্তে)।
রবিবার হওয়ায় ০২.০২.২০২৬ তারিখে পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 9:36 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kolkata Metro: যাত্রীদের জন্য বিরাট সুখবর! সরস্বতী পুজো-নেতাজির জন্মজয়ন্তিতে ব্লু লাইনে মিলবে বিশেষ মেট্রো, শেষ মেট্রো কখন? জেনে নিন সময়সূচী











