Nadia News: পঞ্চায়েত সদস্যের বাড়ির তাঁতের কারখানায় আগুন! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত সব, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Last Updated:

Nadia News: প্রতিবেশীরা জানাচ্ছেন, তাঁরা যখন প্রথম আগুন দেখতে পান সেই সময় পেট্রোলের গন্ধও উপলব্ধি করেন।

+
তাঁতের

তাঁতের কারখানায় আগুন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ পঞ্চায়েত সদস্যের বাড়ির তাঁতের কারখানায় আগুন। আনুমানিক প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। শান্তিপুর ব্লকের বেলঘরিয়া দু’নম্বর পঞ্চায়েতের সদস্য পবিত্র বিশ্বাসের তাঁত কারখানা ঘরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে।
সোমবার রাত আনুমানিক বারোটা নাগাদ দুই ভাই তাঁতঘর থেকে কাজ করে পাশের দালানঘরে ঘুমোন। এদিন ভোর প্রায় ছ’টা নাগাদ প্রতিবেশীদের চেঁচামেচিতে ঘুম ভাঙলে বেরিয়ে দেখেন, তাঁদের তাঁত ঘরে আগুন জ্বলছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভরা তানা সহ একটি কাঠের তাঁত, কাঠের ড্রাম, নলি সুতো সহ আনুষাঙ্গিক সরঞ্জাম সমস্তই ভস্মীভূত হয়েছে। এমনকি ওই তাঁত ঘরে থাকা দু’টি মোটরসাইকেলও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি থেকে বেরিয়ে আর কাজে যাওয়া হল না! ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক পরিণতি সাইকেল আরোহীর, শোকে পাথর পরিবার
প্রতিবেশীরা জানাচ্ছেন, তাঁরা যখন প্রথম আগুন দেখতে পান সেই সময় পেট্রোলের গন্ধও উপলব্ধি করেন। এছাড়া ওই কারখানা ঘরে কোনও ইলেকট্রিকের ব্যবস্থা নেই। এমনকি যে দু’ভাই কাজ করেন, তাঁরা বিড়ি, সিগারেট কিছুই খান না। তাই পরিকল্পনা মাফিক এই আগুন লাগানো হয়েছে বলে মনে করছেন পরিবার এবং প্রতিবেশীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এত বড় অগ্নিকাণ্ডে স্থানীয়রা আশেপাশের বাড়ি থেকে মোটর চালিয়ে জল দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনলেও দমকলে খবর দেওয়ার কথা কেউই ভাবেননি। তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পার্শ্ববর্তী বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে। সেখান থেকে দুষ্কৃতীদের আসা-যাওয়া বোঝা সম্ভব হতে পারে। তবে সকলেই চাইছেন, এই কাজের সঙ্গে কেউ যুক্ত আছে কিনা সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: পঞ্চায়েত সদস্যের বাড়ির তাঁতের কারখানায় আগুন! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত সব, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement