Murshidabad News: বাড়ি থেকে বেরিয়ে আর কাজে যাওয়া হল না! ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক পরিণতি সাইকেল আরোহীর, শোকে পাথর পরিবার

Last Updated:

Murshidabad News: মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া। পরিবারের অন্যতম রোজগেরের মৃত্যুর পর সংসার কীভাবে চলবে তা নিয়ে চিন্তিত সকলে।

ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ অন্যান্য দিনের মতোই এদিনও বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কিন্তু রাস্তাতেই সব শেষ হয়ে গেল। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত তালগ্রাম মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের রবি মার্জিত, বাড়ি বীরভূমের নলহাটিতে।
জানা গিয়েছে, বাড়ি থেকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন রবি। তালগ্রাম মোড়ের কাছে ট্রাক্টর ধাক্কা মারলে গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ পাইপগান থেকে কার্তুজ! মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, জেলা পুলিশের ফের বড় সাফল্য
মৃতের পরিবারের সদস্য কৌশিক মার্জিত জানিয়েছেন, রবি চাষের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও সাইকেলে করে মাঠে যাচ্ছিলেন। সেই সময়ই একটি ট্রাক্টর এসে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নবগ্রাম থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ঘাতক ট্রাক্টরকে আটক করা হয়েছে, যদিও চালক পলাতক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের অন্যতম রোজগেরে ব্যক্তি ছিলেন রবি মার্জিত। পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর আগামীদিনে কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গেই ঘাতক ট্রাক্টর চালকের শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বাড়ি থেকে বেরিয়ে আর কাজে যাওয়া হল না! ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক পরিণতি সাইকেল আরোহীর, শোকে পাথর পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement